Mamata Banerjee,’কোনও ঘরে আর বেকার থাকবে না’, নির্বাচনী সভায় ১ লাখ চাকরির ইঙ্গিত মমতার – mamata banerjee says about employment in deucha panchami from birbhum lok sabha election campaign


কর্মসংস্থান নিয়ে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেউচা পাঁচামিতে ১০ লাখ কর্মসংস্থান হতে পারে বলে বলতে শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। সোমবার বীরভূমের সাঁইথিয়ায় দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার করতে গিয়ে মমতা বলেন, ‘এত উন্নতি হয়েছে, এবং আগামীদিনেও দেউচা পাঁচামিতে যেই ১ লাখ ছেলেমেয়ের নতুন করে চাকরি হবে, কোনও ঘরে আর বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে। মনে রাখবেন দেউচা পাঁচামি আপনাদের গর্ব।’প্রসঙ্গত, রাজ্যে কর্মসংস্থান নিয়ে এর আগেও বিভিন্ন সময় মুখ খুলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় কাজের কোনওরকম অভাব নেই বলে বারেবারে দাবি করেছেন তিনি। এমনকী পরিযায়ী শ্রমিকদেরও বাংলায় ফিরে এসে কাজ করার বার্তাও দিয়েছেন মমতা। আর এবার দেউচা পাঁচামিতে ১ লাখ কর্মসংস্থান হতে পারে বলে শোনা গেল তাঁর মুখে। দীর্ঘদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে দেউচা পাচামি। সেখানেই কর্মসংস্থানের কথা শোনা গেল মমতার মুখে।

এদিন হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়েও ফের একবার সরব হন মমতা। নিশানা করেন কেন্দ্রকেও। তৃণমূল নেত্রী বলেন, ‘মোদীরা যা বলেছিল, কিচ্ছু করেনি, দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি, উলটে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে, কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারব, যে কথা রাখতে পারব না তা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না, দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে।’ এদিন বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। মমতা বলেন, বিজেপি বলছে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাও। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, কারও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চুলও স্পর্শ করার।

অন্যদিকে এদিন দুর্গাপুরে বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কীর্তি আজাদের সমর্থনেও প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ডিপিএল-কে নতুন করে কী ভাবে সাজান হচ্ছে তার বিস্তারিত ক্ষতিয়ান তুলে ধরেন তিনি। ওই সভা থেকে নতুন যে দু’টি ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে সেই বিষয়ে বলতে শোনা যায় তৃণমূল নেত্রীকে। নতুন যে দু’টি ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে, সেখানেও প্রচুর কর্মসংস্থান হবে বলে জানান মমতা। এমনকী দুর্গাপুরের সভা থেকেও দেউচ পাঁচামির প্রসঙ্গ উত্থাপান করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *