তবে, এর মাঝেই একটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। আজ সন্ধ্যাবেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময়, সুভাষ অধিকারী নামের, 37 বছরের, এক চা স্টলের মালিক ফুটপাথে রাখা ঝাড়ুর লাঠি সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ সূত্রের খবর, এই ঝাড়ুটি খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত ছিল। তাতেই, তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাঁর স্ত্রী লক্ষ্মী দেবী তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি লখ্য করে দৌড়ে গিয়ে তাঁকে সরানোর চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁর স্ত্রী স্থানীয় লোকজনকে ডেকে কাঠের লাঠির সাহায্যে সুভাষকে সরিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে টানেক মৃত বলে ঘোষণা করা হয়।
লক্ষ্মী অধিকারীর অভিযোগের ইতিমধ্যে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। স্ট্র্যান্ড রোডের ধারে যে কোম্পানি লাইটিং-এর কাজ করছিলেন এবং ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।