সোমবার কোন কোন জেলায় কালবৈশাখী?
গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে ছিল তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর ছিল তাপমাত্রার পারদ। স্বাভাবিকভাবেই চাতকপাখির মতো সাধারণ মানুষ অপেক্ষায় ছিল বৃষ্টির। তাঁদের সকলের জন্য স্বস্তির খবর। সোমবার থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার কালবৈশাখীর সতর্কবার্তা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ৭ মে অর্থাৎ মঙ্গলবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সোমবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হবে। এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর হতে পারে হালকা বৃষ্টিপাত।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলিসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।
উল্লেখ্য, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত।