Election Commission: ভোটে বাংলায় ৭৫ কোটি টাকার মদ উদ্ধার – election commission worried over seizure of liquor worth 75 crore from west bengal in situation of the lok sabha vote


তাপস প্রামাণিক
ভোটের বাজারে বাংলা থেকে রেকর্ড পরিমাণ মদ উদ্ধার করল বিভিন্ন তদন্তকারী সংস্থা। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৭৫ কোটি ৩৮ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রায় ৩১ কোটি টাকার ড্রাগ বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্য থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ ও ড্রাগ উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কমিশন।কমিশনের এক আধিকারিকের ব্যাখ্যা, ‘তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণের রাজ্যগুলিতে ভোটের সময়ে বেআইনি মদের রমরমা দেখতে পাওয়া যায়। ওই সব রাজ্যে সাধারণ ভোটার এবং দলের কর্মী-সমর্থকদের খুশি করতে মদ খাওয়ানোর চল রয়েছে। পশ্চিমবঙ্গেও এবার সেই প্রবণতা দেখা যাচ্ছে। এবার ভোটের সময়ে বাংলা থেকে যে পরিমাণ বেআইনি মদ আটক হয়েছে তা দেখে আমরাও অবাক হচ্ছি।’

কমিশনের কর্তারা জানাচ্ছেন, লোকসভা ভোটে নগদ অর্থ, বেআইনি মদ ও ড্রাগের ব্যবহার বন্ধ করতে এবার রাজ্য ও কেন্দ্র মিলিয়ে মোট ১২টি সরকারি এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজ্য পুলিশ, ইনকাম ট্যাক্স, আবগারি দপ্তর, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট, নারকোটিক্স কন্ট্রোল, ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টালিজেন্স, বিএসএফ, আরপিএফ, বন বিভাগ এবং কাস্টমস।

Election Commission

চোরাচালান রুখতে আন্তর্জাতিক সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে। রাস্তায় চলছে নাকা চেকিং। এই কারণেই এবার এত বেআইনি মদ ও ড্রাগ উদ্ধার হচ্ছে। সবথেকে বেশি টাকার জিনিসপত্র উদ্ধার করেছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট। এখনও পর্যন্ত তারা মোট ৯৪ কোটি টাকার বেআইনি জিনিসপত্র আটক করেছে।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের পোস্ট করা বেআইনি মদ আটকের একটি বিতর্কিত ভিডিয়োকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের অবশ্য দাবি, লকেট যে ভিডিয়ো পোস্ট করেছেন সেটি ভুয়ো। ভুয়ো খবর ছড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *