Kolkata Police,ভোটের মুখে কলকাতায় টাকা, ডলার উদ্ধার! অর্থের সোর্স খুঁজতে তদন্তে পুলিশ – kolkata news huge cash recovered by kolkata police ahead of lok sabha election


বাংলায় তৃতীয় দফা নির্বাচনের আগে উদ্ধার লাখ লাখ টাকা। কলকাতা পুলিশের হাতে ‘বিপুল টাকা’ উদ্ধার হয়েছে। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় আট লাখ টাকা। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রের খবর পেয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে।এরপর ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশ আধিকারিকরা তাঁকে নিয়ে পৌঁছন ক্যানিং স্ট্রিটের অফিসে। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন ভারতীয় মুদ্রার অনুসারে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা এবং US ডলার তিন হাজার। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার যাদব। তার বয়স ২৫ বছর এবং সে হাওড়ার বাসিন্দা।

এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে কলকাতায় কোথা থেকে এত টাকা এল? তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, ডলার উদ্ধারের ঘটনা আলাদা করে চিন্তার ভাঁজ ফেলছে তদন্তকারীদের কপালে। কোথা থেকে এল এত টাকা? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ঘটনার সঙ্গে বিদেশের অর্থ লেনদেন কোনও যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। ভোটের জন্য গোটা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু, এই আঁটসাঁট নিরাপত্তার মাঝেও মালদায় কিছুদিন আগে এক BJP নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল। এবার খাস কলকাতায় টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় টাকা উদ্ধারের ঘটনা গোটা রাজ্যে আলোড়ন ফেলেছিল।

মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছিল। অঙ্কটা প্রায় ৫০ কোটির কাছাকাছি। একইসঙ্গে ED তল্লাশিতে উদ্ধার হয়েছিল বহুমূল্য গয়নাও। সবমিলিয়ে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।
তৃতীয় দফা ভোটের আগে BJP নেতার গাড়ি থেকে উদ্ধার তাড়া তাড়া নোট, মিলল কত টাকা?

তাৎপর্যপূর্ণভাবে, ভোটের আগে রাজ্যের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। কলকাতার কেন্দ্রগুলিতে অবশ্য শেষ দফায় নির্বাচন। রাজ্যে সাত দফায় ভোট অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতায় ভোট হবে শেষ দফা অর্থাৎ সপ্তম দফাতে। মঙ্গলবার মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *