Mitali Bag Tmc,গোরুর গাড়ি নিয়ে প্রচারের ঝড় মিতালির – arambagh tmc candidate is mitali bag campaign lok sabha election in bullock cart


এই সময়, আরামবাগ: রবিবারই খানাকুলে হামলা হয়েছিল আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে। গাড়ির কাচ ভেঙে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গাড়িতে সেই সময় মিতালি না থাকলেও আক্রান্ত হন তাঁর গাড়ির চালক। এর পরেই সোমবার হাতে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার ও মাটির ভাঁড়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে আরামবাগের হরিণখোলা-১ গ্রাম পঞ্চায়েতের অরুণবেড়া, হরিণখোলা, হরাদিত্য, শ্যামগ্রাম, বাকরচক-সহ বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন জায়গায় মিতালির সঙ্গে প্রচারে বেরোন বহু মহিলা।গ্রাম বাংলার ঐতিহ্য মেনে সারি দিয়ে গোরুর গাড়ি নিয়ে তাঁরা প্রচার করেন। এ দিন প্রার্থীর সঙ্গে ছিলেন পুরশুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ত ঘোষ, হরিণখোলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি। মিতালি বলেন, ‘বিরোধীরা ক’টা গাড়ি ভাঙবে? আজ আমি গোরুর গাড়ি নিয়ে প্রচার করতে বেরিয়েছি। গোরুর গাড়ির লাইন পড়ে গিয়েছে।’

মিতালির প্রচারে তাঁকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। পথের পাশে মানুষ তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। গোরুর গাড়ি ছাড়াও শয়ে শয়ে টোটো নিয়ে প্রচারে অংশ নেন তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও প্রচারে গোমাতাকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, ‘মানুষ সঙ্গে নেই। তাই গোরুকে সঙ্গে নিয়ে ঘুরছে। গোরুর গায়ে পতাকা চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে গোরু চুরির কেসে অভিযুক্ত দল। গোরুকে আমরা গোমাতা বলি। গোরুকে নিয়েও রাজনীতি করছে। ধিক্কার জানাই।’

Trinamool Congress : তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর! অভিযুক্ত বিজেপি, উত্তেজনা আরামবাগে

আরামবাগ ব্লক তৃণমূলের সভাপতি শম্ভুনাথ বেরা বলেন, ‘উনি নতুন ধাঁচে প্রচার করছেন। গোরুর গায়ে তৃণমূলের পতাকা লাগানোর বিষয়টি আমার চোখে পড়েনি।’ এ দিন বিকেলে আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন মিতালি বাগের গাড়ির চালক শেখ শাহজাহানকে দেখতে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। শান্তনু শেখ শাহজাহানের সঙ্গে কথা বলেন। তৃণমূলেরই আরও এক কর্মী আক্রান্ত হয়েছিলেন। তাঁর সঙ্গেও শান্তনু দেখা করেন।

শান্তনু বলেন, ‘চালককে মারধর করা হয়েছে। মিতালি যত বেশি মানুষের কাছে পৌঁছবেন ততটাই ভোট পাবেন। এ সবের জবাব ভোট বাক্সে মানুষ দেবে।’ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ‘চালককে মারধর করা হয়নি। নাটক করে কিছু হবে না। মানুষ তৃণমূলকে ভোট দেবেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *