Murshidabad Lok Sabha : সকাল থেকেই মাঠে সেলিম, একের পর এক ভুয়ো এজেন্ট পাকড়াও বাম প্রার্থীর – murshidabad cpim candidate mohammed salim caught fake polling agents at lok sabha election booth


মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল থেকেই রণং দেহী মেজাজে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। বুথে বুথে ঘুরে ‘ভুয়ো ভোটার’ ধরিয়ে দিচ্ছেন তিনি। সকালেই গোপীনাথপুর এলাকায় এক জাল এজেন্টকে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপর আরও এক ভুয়ো ভোটার/ এজেন্টকে ধরে বুথ থেকে বার করে পুলিশের হাতে তুলে দিনেন সেলিম।ঘটনাটি ঘটেছে লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া ৬৩ নম্বর বুথের। ধৃতের নাম আজিমুদ্দন শেখ। তিনি নির্দল প্রার্থী রফিকুল ইসলামের বুথ এজেন্টের পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন। সেলিম বলেন, ‘ আগে আমরা ভুয়ো সিবিআই অফিসার দেখেছি, ভুয়ো পুলিশ অফিসার দেখেছি। ভুয়ো ভোটার দেখেছি। এবার ভুয়ো এজেন্ট দেখলাম।’

এদিকে, ফের মহম্মদ সেলিমকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সেলিমের বিরুদ্ধে। ঘটনাটি লোচনপুর প্রাম পঞ্চায়েতের মোহনপুর ৩৯ নম্বর বুথের। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম। সারিকুলের অভিযোগ, সকালেই সিপিএম সমর্থকরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করে।

মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট হাতেনাতে ধরার পর গ্রামের ভিতর পরিদর্শন করেন তিনি। পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পাশাপাশি, এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য। তবে এখানেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম কিছুটা যেতেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’ ওঠে। তৃণমূল কর্মীদের একাংশ এই স্লোগান দেন বলে অভিযোগ তোলা হয়েছে সিপিএমের তরফে।

এদিকে, স্থানীয় হিটলার সরকার নামে এলাকার এক তৃণমূল কর্মী মহম্মদ সেলিমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেন, ‘মহম্মদ সেলিম আমায় মেরেছেন। আমার কলার ধরে টেনেছেন। ওঁকে গ্রেফতার করতে হবে। সাংবাদিকদের সামনে গায়ে হাত তুলেছেন।’ মহম্মদ সেলিমকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মিডিয়া ওয়াচের মাধ্যমে লাইভ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Bhagawangola By Election : রিয়াতকে রেয়াত করতে নারাজ বিজেপির ভাস্কর, ৮৫.৭% সংখ্যালঘু কেন্দ্রে ফ্যাক্টর কংগ্রেসের আঞ্জু?
তবে, সকাল থেকেই মুর্শিদাবাদে অভিযোগের সংখ্যা নিয়ে আশঙ্কায় কমিশন। মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে সংখ্যাটা ১৫৯। এই অভিযোগগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জমা করেছে মেইল মারফত এবং CMS ও NGRS মারফত। এছাড়াও বিভিন্ন মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই অভিযোগগুলি জমা পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *