অধীর চৌধুরীর তৃণমূল বিরোধী আচরণের জন্য এর আগেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রচার থেকে অভিষেক সরাসরি অধীরকে আক্রমণ করে বলেন, এখানে আমাদের সঙ্গে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়াই এবং বিজেপির এক ড্যামি প্রার্থীর বিরুদ্ধে লড়াই। এই কেন্দ্রে অধীর চৌধরী প্রার্থী ফলাফল প্রকাশের পর তৃতীয় স্থান পেতে পারেন বলেও অভিমত অভিষেকের।
তবে, অধীর চৌধুরীকে কেন বিজেপির এজেন্ট বলা হচ্ছে, তার কিছু ব্যাখ্যাও দেন অভিষেক। অভিষেক জানানা, এই রাজ্যে তিনি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকে বিজেপির সরকার ক্ষমতার ‘অপব্যবহার’ করে ইডি-সিবিআই তলব করেছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও তলব করেছে, কিন্তু অধীর চৌধুরীকে ডাকা হয়নি। অভিষেক বলেন, ‘যেখানে রাহুল গান্ধীকে, সনিয়া গান্ধীকে ইডি-সিবিআই ডেকে পাঠায়, সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও একটা সমন পর্যন্ত পাঠানো হয়নি।’
দু’দিন আগে অধীর চৌধুরীকে একটি মন্তব্য করতে দেখা যায় তৃণমূলকে ভোট দেওয়ার ব্যাপারে। সেখানে ‘তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো’ বলে একটি মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই বিষয়টিও এদিনের প্রচার সভা তেহেক তুলে ধরেন তিনি। পাশাপাশি, বেশ কয়েক মাস আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশ করলে ‘সবার আগে আমি ভোট দেব’ বলে একটি মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বর্তমানে বিজেপির প্রার্থী। অধীরের সেই মন্তব্য টেনেনেও এদিন আক্রমণ করেন অভিষেক।