কংগ্রেস হাইকমান্ডে নালিশ, অধীর ‘কথা শোনেননি’, বহরমপুরে বিস্ফোরক অভিষেক – abhishek banerjee attacks adhir ranjan chowdhury at baharampur lok sabha election rally


লোকসভা নির্বাচনের আবহে বারংবার তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জাতীয় স্টোরে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় অধীরের চক্ষুশূল তৃণমল কংগ্রেস। অধীরের এই আক্রমণের পুরো রিপোর্ট কংগ্রেসের এক শীর্ষ নেতাকে জানানো হয়েছিল বলে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত অধীর গড়ে গিয়ে কংগ্রেস প্রার্থীকে তুলোধোনা করেন অভিষেক। রোড শো-র শেষে একটি ভাষণে অধীর বলেন, ‘আমি নাম বলব না, আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি। তিনি যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন…আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের নেতৃত্বকে পাঠিয়েছি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব (নাম বলেননি অভিষেক) আমাকে তাঁরা জানিয়েছেন, অধীরকে আমিও অনেকবার বারণ করেছি, বিজেপির মতো আক্রমণ করতে মানা করেছি। আমার কথা শোনেনি। নিশ্চয়ই ওঁর মধ্যে কোনও খামতি আছে।’

অধীর চৌধুরীর তৃণমূল বিরোধী আচরণের জন্য এর আগেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রচার থেকে অভিষেক সরাসরি অধীরকে আক্রমণ করে বলেন, এখানে আমাদের সঙ্গে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়াই এবং বিজেপির এক ড্যামি প্রার্থীর বিরুদ্ধে লড়াই। এই কেন্দ্রে অধীর চৌধরী প্রার্থী ফলাফল প্রকাশের পর তৃতীয় স্থান পেতে পারেন বলেও অভিমত অভিষেকের।

তবে, অধীর চৌধুরীকে কেন বিজেপির এজেন্ট বলা হচ্ছে, তার কিছু ব্যাখ্যাও দেন অভিষেক। অভিষেক জানানা, এই রাজ্যে তিনি সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকে বিজেপির সরকার ক্ষমতার ‘অপব্যবহার’ করে ইডি-সিবিআই তলব করেছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও তলব করেছে, কিন্তু অধীর চৌধুরীকে ডাকা হয়নি। অভিষেক বলেন, ‘যেখানে রাহুল গান্ধীকে, সনিয়া গান্ধীকে ইডি-সিবিআই ডেকে পাঠায়, সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও একটা সমন পর্যন্ত পাঠানো হয়নি।’

‘নিজেরাই CBI চাইতে পারত’, সন্দেশখালির ভিডিয়ো নিয়ে তৃণমূলকেই দুষলেন অধীর
দু’দিন আগে অধীর চৌধুরীকে একটি মন্তব্য করতে দেখা যায় তৃণমূলকে ভোট দেওয়ার ব্যাপারে। সেখানে ‘তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো’ বলে একটি মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই বিষয়টিও এদিনের প্রচার সভা তেহেক তুলে ধরেন তিনি। পাশাপাশি, বেশ কয়েক মাস আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে প্রবেশ করলে ‘সবার আগে আমি ভোট দেব’ বলে একটি মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বর্তমানে বিজেপির প্রার্থী। অধীরের সেই মন্তব্য টেনেনেও এদিন আক্রমণ করেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *