দেব,’১০-২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে চলেছে’, বিস্ফোরক দেব – tmc candidate dev claims a murder incident may be happen at keshpur between 10 to 20 may during lok sabha election


আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, এমনই ভয়াবহ আশঙ্কা করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। বিজেপি নিজেদের কর্মীকে মেরে দোষটা তৃণমূলের উপের চাপানোর চেষ্টা করবে বলে দাবি করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। একইসঙ্গে নিশানা করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে।দেব বলেন, ‘বিজেপির প্রার্থী ও বিজেপি দল জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে খবর আছে, কেশপুরে তারা নিজেদের লোককে মেরে সেই দোষ আমাদের লেকেদের উপরে দিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরে গিয়েছে যে জেতার কোনও রাস্তা নেই। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের। আমি আগে থেকে বলে রাখছি যে এমন একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। সংবাদমাধ্যমের দ্বারা আমি আগাম জানিয়ে রাখলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে।’

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *