সি ভি আনন্দ বোস,মমতা-পুলিশে না, জনগণকে রাজভবনে ডেকে সেই রাতের CCTV ফুটেজ দেখাবেন রাজ্যপাল – cv ananda bose arranged to view cctv footage at raj bhavan kolkata


রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সেই সময়কার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো কলকাতা পুলিশের তরফে চেয়ে পাঠানো হয়েছিল রাজভবনের কাছে। এবার সেই সিসিটিভি ফুটেজ জনগণের উদ্দেশে দেখানোর ব্যবস্থা করল রাজভবন। একটি নির্দিষ্ট অনুষ্ঠানের মাধ্যমে সেটিকে জনসাধারণকে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে সেই ফুটেজ দেখায় নিষেধ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোনও পুলিশ আধিকারিককে।রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, ‘সচ কা সামনে’ নামক একটি কর্মসূচির মাধ্যমে সাধারণ দর্শকদের ওই সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান, তাঁরা রাজভবনে ইমেল পাঠাতে পারেন। adcrajbhavankolkata@gmail.com এবং governor-wb@nic.in –এ ইমেল পাতানো যাবে। রাজভবনের নম্বর ০৩৩-২২০০১৬৪১-এ ফোন করেও নাম নথিভুক্ত করার ব্যবস্থাও রয়েছে। তবে আবেদনকারীদের মধ্যে প্রথম ১০০ জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ করে দেওয়া হবে।

রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, যে কোন সাধারণ নাগরিক এই ফুটেজ দেখার জন্য আবেদন করতে পারলেও মুখ্যমন্ত্রী (এক্স হ্যান্ডেলে রাজনীতিবিদ বলে উল্লেখ) মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অধীনস্থ কোনও পুলিশ আধিকারিককে এই ফুটেজ দেখানোর অনুমতি দেওয়া হবে না। রাজ্যপাল সিভি আনন্দ বস নিজেই এই অনুস্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা। তিনি রাজভবনে অস্থানীয় কর্মী পদে কর্মরত ছিলেন। রাজভবন থেকে সেদিন সন্ধ্যায় বেরিয়ে তিনি যার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগে জানা, তাঁকে এর আগেও একবার শ্লীলতাহানির করা হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

CV Ananda Bose : ‘দিদিগিরি মেনে নেব না’, কলকাতায় নেমেই আক্রমণ রাজ্যপালের
রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি আইনত ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার না থাকার কারণে প্রাথমিক অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে একটি SET গঠন করা হয়। সেই তথ্যানুসন্ধান টিমের তরফে এর আগে রাজভবনের কাছে সেদিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল। এমনকি, পরে রাজভবনের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করার জন্যেও ডেকে পাঠানো হয়েছিল। রাজভবনের তরফে যদিও পুলিশের কাছে কোনও সিসিটিভি ফুটেজ পাঠানো হয়নি। রাজভবনের কর্মীদের পুলিশই জেরার মুখোমুখি না হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *