রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, যে কোন সাধারণ নাগরিক এই ফুটেজ দেখার জন্য আবেদন করতে পারলেও মুখ্যমন্ত্রী (এক্স হ্যান্ডেলে রাজনীতিবিদ বলে উল্লেখ) মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অধীনস্থ কোনও পুলিশ আধিকারিককে এই ফুটেজ দেখানোর অনুমতি দেওয়া হবে না। রাজ্যপাল সিভি আনন্দ বস নিজেই এই অনুস্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, গত ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা। তিনি রাজভবনে অস্থানীয় কর্মী পদে কর্মরত ছিলেন। রাজভবন থেকে সেদিন সন্ধ্যায় বেরিয়ে তিনি যার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগে জানা, তাঁকে এর আগেও একবার শ্লীলতাহানির করা হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি আইনত ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার না থাকার কারণে প্রাথমিক অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে একটি SET গঠন করা হয়। সেই তথ্যানুসন্ধান টিমের তরফে এর আগে রাজভবনের কাছে সেদিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল। এমনকি, পরে রাজভবনের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করার জন্যেও ডেকে পাঠানো হয়েছিল। রাজভবনের তরফে যদিও পুলিশের কাছে কোনও সিসিটিভি ফুটেজ পাঠানো হয়নি। রাজভবনের কর্মীদের পুলিশই জেরার মুখোমুখি না হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল।
