Darjeeling Paragliding : পর্যটকদের পোয়াবারো, দার্জিলিঙে ফের চালু প্যারাগ্লাইডিং! কোথায় হচ্ছে, খরচ কেমন? – darjeeling paragliding started again for the tourists


গরমের হাত থেকে বাঁচতে দার্জিলিং ঘুরতে যাচ্ছেন? আপনাদের জন্য রয়েছে সুখবর! পুনরায় দার্জিলিং-এ চালু করা হচ্ছে প্যারাগ্লাইডিং। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর উদ্যোগে ফের প্যারাগ্লিডিং শুরু করা হয়েছে।২০১১ সালে দার্জিলিঙে প্যারাগ্লাইডিং চালু করা হলেও পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। অশান্ত পাহাড়ে প্যারাগ্লাইডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, কাল‌িম্পংয়ের ডেলোয় প্যারাগ্লাইডিং চালু ছিল। এই প্যারাগ্লাইডিং-এর লোভে অনেক পর্যটকই ভিড় জমাতেন ডেলোয়। সেটাও একটি দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়।

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথা মাথায় রেখেই ফের এই প্ল্যারাগ্লাইডিং চালু করার কথা ভাবা হয়েছে। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত এই আকাশপথে উড়ানের ব্যবস্থা শুরু করা হচ্ছে। প্রায় সাত বছর টানা এই পরিষেবা বন্ধ থাকার পর ফের প্যারাগ্লাইডিং শুরু হাওয়ায় খুশির হাওয়া পর্যটক মহলে।

কী ব্যবস্থা প্যারাগ্লাইডিংয়ে?

দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত প্রায় আড়াই কিমি এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা থাকবে। যে পর্যকট এই প্যারাগ্লাইডিংয়ের জন্য ইচ্ছুক থাকবেন, তাঁকে আগে বুকিং করতে হবে। এরপর তাঁকে হোটেল থেকে পর্যটককে তুলে সেন্ট পলসে নিয়ে যাওয়া হবে। প্যারাগ্লাইডিং শেষ হওয়ার পর লেবংয়ে নামবেন সেই পর্যটক। এরপর সেখান থেকে তাঁকে গাড়িতে করে হোটেলে পৌঁছে দেওয়া হবে।

খরচ কেমন হবে?

আড়াই কিমি প্যারাগ্লিডিং-এর জন্য পর্যটকদের মাথা পিছু মোট খরচ পড়বে ৩৫০০ টাকা। আগাম বুকিং করতে হবে। আগাম বুকিংয়ের সময় ৫০০ টাকা দিতে হবে। এরপর প্যারাগ্লিডিং-এর সময় বাকি টাকা দিতে হবে। যদিও আপাতত দিনে ছয়জনকে প্যারাগ্লিডিং করার অনুমতি দেওয়া হচ্ছে। আগামী দিনে জিটিএ চাইলে সংখ্যা বাড়ানো হতে পারে।

নিরাপত্তায় কী ব্যবস্থা?

পর্যটকদের সুরক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দুজন গ্লাইডার এবং দুজন পাইলট প্যারাগ্লাইডিং পরিচালনা করবেন। আপাতত ভোর ৫টা থেকে সকাল দোষটা পর্যন্ত এই প্যারাগ্লাইডিং পরিষেবা চালু থাকবে। সকাল দশটার পর থেকে পশ্চিমি হওয়ার মাত্রা বেড়ে যাওয়ায় প্যারাগ্লাইডিং করতে দেওয়া হবে না। তবে আবহাওয়া খারপ থাকার কারণে প্যারাগ্লাইডিং বাতিল করে দেওয়া হলে, সেই টাকা ফেরত দেওয়া হবে।

Darjeeling Car Rental : জাতীয় সড়ক বন্ধ! দার্জিলিংগামী গাড়ি নিয়ে নাজেহাল পর্যটকরা, ভাড়া শুনলে চমকে উঠবেন
দার্জিলিঙের পাশাপাশি কার্শিয়াং-এও আগামী দিনে প্যারাগ্লিডিং চালু করার কথা ভাবব হচ্ছে। কথা থেকে এটি শুরু হবে, কোথায় নামানো হবে, সেই ব্যাপারে জায়গা সমীক্ষা করার কাজ চলছে। পর্যাপ্ত অনুমতি এবং সুরক্ষা ব্যবস্থা ঠিক থাকলে ভবিষ্যতে কার্শিয়াং-এও পরিষেবার সুযোগ পাবেন পর্যটকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *