Isha Saha Paashbalish Exclusive : ‘যেখানে কনট্রোলের জায়গা চলে আসে সেখানে কনফ্লিক্ট তো আসবেই’ অকপট ইশা সাহা – paashbalish webseries actress isha saha talks about her character watch exclusive interview video


ওটিটি দুনিয়ায় বিগত বছরে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী ইশা সাহা। একের পর এক ওয়েবসিরিজে সাফল্য পেয়েছেন তিনি। ১০ মে থেকে ওটিটির পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ। পাশবালিশ নামক এই সিরিজে জুটি বেঁধেছেন ইশা সাহা ও সৌরভ দাস (Paashbalish Webseries)। সেই নিয়েই এই সময় ডিজিটালের সঙ্গে জমাটি আড্ডায় ইশা সাহা (New Bengali Webseries)। অভিনয় জীবন থেকে বিবাহিত জীবন নিয়ে নানান সিক্রেট শেয়ার করলেন তিনি (Sourav Das Interview)। কী কী বললেন তিনি? ফের একবার জুটি বাঁধলেন ইশা-সৌরভ। ওটিটি-র পর্দায় আসতে চলেছে তাঁদের পাশবালিশ। রোম্যান্স না থ্রিলার, নাকি মিলে মিশে একাকার? সেই সব নিয়ে গতকাল আমরা কথা বলেছিলাম সৌরভ দাসের সঙ্গে। এবারে অভিনেত্রী ইশা সাহার সঙ্গে আড্ডা দেব ও শুনে নেব এই ওয়েব সিরিজে তাঁর চরিত্র থেকে শুরু করে আরও নানা অজানা কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *