Suvendu Adhikari : সন্দেশখালি নিয়ে প্রতিবাদ করতেই শুভেন্দুর ‘কুকথা’, ভিডিয়ো দেখিয়ে প্রতিবাদ তৃণমূলের – abhishek banerjee shared video of suvendu adhikari using slang language to woman


সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই নতুন করে বিষয়টি চর্চায় উঠে এসেছে। এর মাঝেই আজ একটি প্রচার সভায় গিয়ে এক মহিলার মুখে সন্দেশখালি নিয়ে প্রতিবাদের মুখে পড়তে হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করতে গিয়ে ‘কুকথা’ ব্যবহার করেন শুভেন্দু। ঘটনায় সমালোচনা তৃণমূল কংগ্রেসের।বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় একটি প্রচার সভায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই ফেরার সময় তাঁকে লক্ষ্য করে স্লোগান তোলা হয়। জানা গিয়েছে, ওই এলাকায় শুভেন্দু অধিকারীর সভার কাছেই একটা সভা ছিল। শুভেন্দু অধিকারী সভা সেরে ফেরার পথে গাড়িতে ওঠার সময় স্থানীয় কিছু মহিলাকে স্লোগান দিতে দেখা যায়। সেই সময় ভিড়ের উদ্দেশে লক্ষ্য করে ‘কুকথা’ ব্যবহার করতে শোনা যায় তাঁকে।

পুরো ঘটনাটি নিয়ে তৃণমূলের তরফে এমনকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষী এবং পুলিশকে পাশ কাটিয়ে গাড়িতে উঠতে যাচ্ছেন তিনি। সেই সময় পেছন থেকে কিছু স্লোগান ভেসে আসে। সেখানে বলা হয়, ‘ সন্দেশখালির অপমান, মহিলাদের অপমান।’ এই কথাটা শুনেই প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তখনই একটি কু শব্দ ব্যবহার করতে শোনা যায় তাঁকে।

বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিজেপি নাকি নারীশক্তি সম্মানের মডেল! নিজের চোখে দেখুন, তার পর বিশ্বাস করুন।’ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা বলেন, ‘ আমরা আবার দেখলাম, কী ভাবে বিজেপি নেতারা মহিলাদের অসম্মান করলেন। সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।’ তিনি জানান, সন্দেশখালি নিয়ে ধর্ষণের অভিযোগের যে মিথ্যা মামলা হয়েছে, তা নিয়ে ওখানকার মহিলারা প্রতিবাদ করতে শুরু করেছেন। তখনই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করলেন তিনি। সেই সংক্রান্ত একটি প্রতিবাদ করতেই শুভেন্দু অধিকারী কুকথা ব্যবহার করছেন বলে দাবি করেন তাঁরা।

Sandeshkhali News : ‘মিথ্যা অভিযোগ’ করানোর দাবি, সন্দেশখালি নিয়ে মুখ খুললেন এক মহিলা! সরব তৃণমূল
তৃণমূলের তরফে একটি বক্তব্যে জানান হয়, সন্দেশখালির আসল ঘটনা নিয়ে একজন প্রতিবাদ করায়, তাঁকে উদ্দেশ্য করে কুকথা বললেন শুভেন্দু অধিকারী। মোদী এবং তাঁর নেতাদের “নারী কা সম্মান” স্লোগান প্রতিদিনই আসল চেহারা প্রকাশ পেয়ে যাচ্ছে। যদিও, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপির এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *