Trinamool Congress : সন্দেশখালির ভিডিয়ো ঘুরছে গ্রামে গ্রামে, অভিনব প্রচার কৌশল তৃণমূলের – trinamool congress lok sabha election campaign using sandeshkhali video aganist bjp


সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়োকে (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রচারের অস্ত্র করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে তুলে ধরছেন সেই কথা। গ্রামে গ্রামে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আরও অভিনব পন্থা নিল তৃণমূল কংগ্রেস।সন্দেশখালির ভিডিয়ো প্রকাশ্যে আসার দিনেই সন্ধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ভিডিয়োর বেশ কিছু ক্লিপিং-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বিজেপি নেতার বক্তব্য তুলে ধরে একটি প্রতিবাদী ভিডিয়ো সম্প্রচার করেন অভিষেক। মোদী থেকে শাহ সন্দেশখালি নিয়ে একরকম কথা বললেও আসলে কী ঘটেছিল, তা নিয়ে তৃণমূলের বক্তব্য তুলে ধরা হয় সেই ভিডিয়োয়।

এবার সেই ভিডিয়োকে সম্বল করে নতুন কায়দায় প্রচার শুরু তৃণমূলের। একটি ট্যাবলো গাড়ি করে সেই ভিডিয়ো প্রচার করা হচ্ছে গ্রামে গ্রামে। সন্দেশখালির ভিডিয়ো নিয়ে তৃণমূলের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে।

মঙ্গলবার সিউড়ি এক নম্বর ব্লকের আলুন্দা কুখুদিহি সহ বিভিন্ন গ্রামে এলইডি স্ক্রিনের মাধ্যমে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো। মূলত ধর্ষণের ঘটনা নিয়ে স্টিং অপারেশনের বিজেপির চক্রান্ত এই মর্মেই বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এই ভিডিয়োর মাধ্যমে।

ট্যাবলো গাড়ি করে প্রচারে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতির সেই স্টিং অপারেশনের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র। পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব কীভাবে ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার করছে, সেই অভিযোগ তুলে এই ভিডইয়ো তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে। আর এই গাড়িই এখন ঘুরছে গ্রামের রাস্তায়। আর সেই ভিডিয়ো দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা।

Sandeshkhali News : সন্দেশখালির ভিডিয়ো খেলা ঘোরাবে? মুখ খুললেন বসিরহাটের তৃণমূল প্রার্থী
স্থানীয় এক বাসিন্দা জানান, এই বিষয়টি আমরা টিভিতে দেখেছিলাম। এবার চোখের সামনে দেখলাম। তৃণমূলের তরফে এই প্রচার করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে অনেক কিছু জানতে পারছি। আরেক বাসিন্দা জানান, বিজেপি সন্দেশখালির ঘটনা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। সেটা আজ এই ভিডিয়ো দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এই ভিডিয়ো কি জনমানসে প্রভাব ফেলবে? লোকসভা নির্বাচনের আবহে এই ভিডিয়ো তৃণমূলকে বাড়তি সুবিধা দেবে? জবাব মিলবে আগামী ৪ জুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *