SSC মামলায় ‘যোগ্য’-দের জন্য BJP-র পোর্টাল, BJP-তৃণমূল তরজা – bjp starts a portal for ssc scam case related candidate


নরেন্দ্র মোদী রাজ্যে এসে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। সেই মোতাবেক SSC মামলায় ‘যোগ্য’-দের আইনি সাহায্য করার জন্য আলাদা করে পোর্টাল চালু করেছে BJP। সেখানে এই প্রায় ২৬ হাজার জন আবেদন জানাতে পারবেন আইনি সাহায্যের জন্য। তবে ফের একবার নিয়োগ মামলা নিয়ে BJP সহ বিরোধীদের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। পত্রসায়রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘ওরা বলেছিল পাঁচ বছরে দশ কোটি ছেলেমেয়ের চাকরি দেবে। কিন্তু, ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল।’বর্ধমানের জনসভায় যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বুধবার সেই প্রসঙ্গ তুলে বর্ধমানে BJP-র কার্যালয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দেওয়ার পরেই অবস্থান বদল করেছেন SSC-র চেয়ারম্যান। যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা সম্ভব হলে আগে কেন তা করেনি এসএসসি?’

উল্লেখ্য, এই সংক্রান্ত পোর্টালটি হল bjplegalsupport.org। আর এই পোর্টাল মারফত করা যাবে আবেদন। প্রসঙ্গত, SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি এবং ডি মামলায় পুরো প্যানেল খারিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এই রায়ের পর চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী।

এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল SSC, রাজ্য। মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আপাতত কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অর্থাৎ আপাতত চাকরিতে বহাল থাকছেন এই ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। যদিও মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিচ্ছে তারা। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘যদি কোনওভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হয় সেক্ষেত্রে গোটা প্যানেল বাতিল করা কোনওভাবেই ন্যায্য হবে না।’

‘বিভাজন সম্ভব’, ‘যোগ্য’-দের পাশে থাকার বার্তা এবার SSC-র

বেতন ফেরানোর নির্দেশেও থাকবে স্থগিতাদেশ। তবে এই ২৫ হাজার ৭৫৩ জনকেই মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি অবশ্য জানিয়েছেন, পরে যে সমস্ত নিয়োগ ‘অবৈধ’ বলে প্রমাণিত হবে তাঁদের সকলকে টাকা ফেরত দিতে হবে।

পাশাপাশি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশেও আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *