জেলবন্দিরা ভোট দিতে পারেন?
এই বিষয়ে কারা দফতর সূত্রে খবর, বিচারাধীন হোক বা সাজাপ্রাপ্ত, কোনও বন্দিই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ন। শুধুমাত্র Preventive Detentaion-এর ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। যদিও রাজ্যে এই ধরনের অপরাধীর সংখ্য কার্যত হাতেগোনা।
গোরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত
গোরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে গ্রেফতার করা হয় তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। তাঁকেও রাখা হয় তিহাড়েই। দীর্ঘদিন ধরে জেল বন্দি থাকলেও এখনও পর্যন্ত জামিনের আবেদন মঞ্জুর হয়নি অনুব্রতর। জামিন পাননি তাঁর মেয়েও।
অতীতেও জামিনের আবেদন জানিয়েছেন অনুব্রত। তখন অবশ্য সেই আবেদন খারিজ হয়ে যায়। জেলে থাকার কারণে স্বাস্থ্য ভেঙে পড়ছে, এই যুক্তিতে এর আগেও জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই সময় তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে। ফলে তিহাড় থেকে আর বেরোন হয়নি তাঁর। আর এদিন পিছিয়ে গেল তাঁর জামিনের আবেদনের শুনানি।
জেলে রয়েছেন পার্থ-জ্যোতিপ্রিয়ও
গত এপ্রিল মাসে জামিনের আবেদন খারিজ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। জামিনের বিরোধিতা করে পালটা আবেদন করে ইডিও। শুনানি শেষে পার্থর জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও (বালু)। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী জেলবন্দি এই নেতার এবার প্রয়োগ করতে পারবেন না নিজেদের ভোটাধিকার।