Nawsad Siddique : তৃণমূল-সিপিএমকে জোড়া আক্রমণ নওশাদ সিদ্দিকির – lok sabha election 2024 isf leader nawsad siddique held public meeting in bhangar


এই সময়, ভাঙড়: অবশেষে ভাঙড়ে জনসভা করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। লোকসভা ভোটের আগে এটাই ছিল ভাঙড়ে তাঁর প্রথম জনসভা। যে সভায় ভাইজানকে দেখতে দুপুর থেকে হাজার হাজার কর্মী-সমর্থক অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। রাতে নওশাদ আসতে উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙে। কয়েকদিন আগে এই নওশাদই ভাঙড়ে কর্মিসভা করে যান।সেখানে অনেক চেয়ারই ফাঁকা পড়েছিল। স্বভাবতই এ দিন সফল জনসভা করে আইএসএফ নেতাদের মুখে ছিল চওড়া হাসি। এ দিনের সভায় তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও কড়া আক্রমণ করেন নওশাদ। এ বার বাম-কংগ্রেসের সঙ্গে জোট হয়নি আইএসএফের। অনেকেই সেটিং তত্ত্ব তুলেছেন। শুরুর দিকে প্রচারেও কিছুটা যেন ব্যাকফুটেই ছিল আইএসএফ।

যদিও যাদবপুরের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য দাপিয়ে ভাঙড়ে প্রচার করে বেড়াচ্ছেন। এই আবহে ভোটের ঠিক তিন সপ্তাহ আগে বৃহস্পতিবার ভাঙড়ে নওশাদের জনসভার ডাক দেয় আইএসএফ। দুপুরে ডায়মন্ড হারবারে নওশাদের একটি সভা ছিল। সেই সভা শেষ করে ভাঙড়ে আসার কথা ছিল সন্ধে ছ’টা নাগাদ। যদিও বিকেল তিনটে থেকে কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই মতো দুপুর থেকেই বাজনা, ডিজে বাজিয়ে ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সভাস্থলে চলে আসেন। ওদিকে ছ’টা পেরিয়ে সাড়ে ছ’টা, সাতটা, সাড়ে সাতটা বাজলেও ভাইজানের দেখা নেই। পৌনে আটটা নাগাদ অডিয়ো মেসেজ এল নওশাদের— কাছাকাছি আছি, পনেরো মিনিটের মধ্যে ঢুকছি। ঠিক আটটায় সভামঞ্চে এলেন তিনি।

প্রায় পাঁচ ঘণ্টা শোনপুর সব্জি বাজারের মাঠে ঠায় বসেছিলেন হাজার হাজার ভাইজান ভক্ত। নওশাদ মঞ্চে উঠতেই মানুষের সে কী উচ্ছ্বাস! যেন কোনও ফিল্ম স্টার এসেছেন এলাকায়। এক সঙ্গে দশ হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল নওশাদকে কুর্নিশ জানাতে।

নওশাদ শুরুতেই তৃণমূল নেতা শওকত মোল্লাকে নিশানা করেন। বলেন, ‘আমার তিনটি ভাই প্রাণ হারিয়েছে। কৃতকর্মের জন্য আরাবুলদা জেলে আছেন। এ বার শওকতদার পালা। উনি ক্যানিং থেকে এখানে এসেই গন্ডগোল পাকাচ্ছেন। ভোটেও গোলমাল পাকানোর চেষ্টা করবেন। আমরা কিন্তু তৈরি আছি। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ করব।’

তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন ভাঙড় কি যাদবপুর? একা ভাঙড় জিতে যাদবপুরে কিছু করতে পারবে আইএসএফ? জেনে রাখুন ভাঙড় যাদবপুর নয়, তবে ভাঙড় যাদবপুরের কলিজা। ভাঙড় যে পথ দেখাবে যাদবপুর সেই পথে চলবে।’ সভামঞ্চ থেকে তিনি ভাঙড়ের স্থানীয় সিপিএম নেতা তুষার ঘোষ, রশিদ গাজিদের প্রশাংসা করলেও জোট না হওয়ায় বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের তীব্র সমালোচনা করেন।

লোকসভা ভোটের আগে ভাঙড়ে তাঁর নেতৃত্বে আরও বড় কয়েকটি বড় সভা, র‍্যালি হবে বলে জানিয়ে যান নওশাদ সিদ্দিকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *