Rain Alert West Bengal,সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, আজ দুর্যোগ কোন কোন জেলায়? – rain may continue in kolkata and all over west bengal till next monday


তীব্র দাবদাহের পর এবার বর্ষণ পর্ব চলছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত সোমবার থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টির ধরেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলেছে বৃষ্টি। আর এই লাগাতার বৃষ্টির ফলে অনেকটাই নমেছে তাপমাত্রার পারদ। আজও স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে তাপমাত্রা।

আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শুক্রবারও শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেও এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্তই এই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এধিন থাকছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর বলছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরঙ্গের সমস্ত জেলাতেই থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এদিন মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। হাওয়ার বেগ হতে থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। হাওয়া অফিসের তরফে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত?

এদিকে লাগাতার বৃষ্টির জেরে অনেকটাই কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৯ ডিগ্রি কম।

উল্লেখ্য, গত সপ্তাহ পর্যন্ত তীব্র গরমে রীতিমতো ফুটছিল গোটা দক্ষিণবঙ্গ। শহর কলকাতা হোক বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সর্বত্রই ছিল তাপপ্রবাহের পরিস্থিতি। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অবস্থায় ছিল মানুষ। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল যে সোমবার থেকে নামতে পারে বৃষ্টি। সেই মতো চলতি সপ্তাহের শুরুতেই বৃষ্টি শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *