Road Accident : দিল্লি রোডে বেপরোয়া ট্রাক পিষে দিল টোটো, মৃত ৩ – road acciudent in serampore 3 people lost life


এই সময়, শ্রীরামপুর: নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি টোটোকে পিষে দিলে দুই যাত্রী ও টোটো চালককে ধরে মৃত্যু হয়েছে তিন জনের। এরপরেই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত জনতা ঘাতক লরিটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার দিল্লি রোডের বাঙিহাটিতে। পরে লরি চালককে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে মৃতরা হলেন লক্ষ্মী সিং (৪৮) ভাগ্যশ্রী সিং (১৮) এবং শেখ হাসমত আলি (৩০)। জখম হয়েছে নিধি সিং (৯) নামে এক নাবালিকা। লক্ষ্মীর দুই ভাইঝি ভাগ্যশ্রী ও নিধি। দুর্ঘটনাস্থলেই লক্ষ্মী ও ভাগ্যশ্রীর মৃত্যু হয়। নিধিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিধিদের বাড়ি কোন্নগরের আনন্দম মোড়ে। তাঁর বাবা রমেশ সিং একজন ডাক্তার। মৃত শেখ হাসমত আলি (২৮) টোটো চালক। তাঁর বাড়ি শ্রীরামপুরে বাঙিহাটিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল আটটা নাগাদ শ্রীরামপুরের স্টিল কারখানার সামনে বাঙিহাটিতে এক আত্মীয়ের বাড়ি থেকে দুই ভাইঝিকে নিয়ে টোটোয় চেপে দিল্লি রোড ধরে কোন্নগরের দিকে যাচ্ছিলেন লক্ষ্মী সিং। সেই সময়ে দূরন্ত গতিতে পিছন দিক থেকে একটি লরি সজোরে গিয়ে টোটোটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে টোটোটি সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি একটি লরির পিছনে পিষে যায়। দুমড়ে মুচড়ে যায় টোটোটি।

আশপাশের লোকজন ছুটে এসে একে একে সকলকে বের করে আনেন। কিন্তু নিধি ছাড়া আর কাউকে বাঁচানো যায়নি। আশঙ্কাজনক অবস্থায় নিধিকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, লরির চালক মদ্যপ অবস্থায় ছিল। মদের নেশায় বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়েই টোটোয় ধাক্কা মারে। উত্তেজিত জনতা লরিটিতে ব্যাপক ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় জনতা। এরপর শ্রীরামপুর থানার আইসি ও চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা এসে পরিস্থিতি সামাল দেন।

বাসিন্দাদের অভিযোগ, বাঙিহাটিতে গাড়ির চাপ বেশি থাকলেও ট্র্যাফিকের হাল বেহাল। দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্র্যাফিক পুলিশ থাকলেও তা পর্যাপ্ত নয় বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে শুক্রবার পুলিশের তরফে স্থানীয়দের নিয়ে একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব বিশ্বাস বলেন, ‘এ দিন সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তিন জনের মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

দিল্লি রোডের পাশের সার্ভিস রোড বন্ধ করে দেওয়া নিয়েও এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। সে প্রসঙ্গে ডেপুটি কমিশনার বলেন, ‘রাস্তা বন্ধ নিয়ে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে তা নিয়ে আমরা পিডব্লিউডি আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধান করব।’ উল্লেখ্য, মাসকয়েক আগে এই বাঙিহাটি মোড়েই এক সাইকেল আরোহী কিশোরীকে পিষে দিয়েছিল একটি ট্রাক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *