সন্দেশখালি ইস্যুতে এবার জাতীয় মহিলা কমিশেনর চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে ফের একবার সন্দেশখালি নিয়ে বিজেপিকে নিশানা করল রাজ্যের শাসকদল। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে শশী পাঁজা জানান, জাতীয় মহিলা কমিশেনর চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস।শশী পাঁজা বলেন, ‘জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান হবে। কারণ তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে এখানে এসে বিষয়টিকে উৎসাহিত করেছিলেন। একটি কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।’
