Amit Shah News,অন্ডালে অমিত শাহের সঙ্গে একফ্রেমে ‘কয়লা মাফিয়া’ জয়দেব? সরব তৃণমূল – trinamool congress attack bjp alleging amit shah is being seen with coal mafia joydeb khan


অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানাতে যান ‘কয়লা মাফিয়া’? এমনই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। নির্বাচনের প্রচারে প্রায়ই বাংলায় আসছেন BJP-র কেন্দ্রীয় নেতারা। ব্যতিক্রমী নন অমিত শাহও। তিনিও বাংলায় ঘনঘন আসছেন। শুক্রবারও তিনি রাজ্যে এসে তিন লোকসভা কেন্দ্রে প্রচার করেছেন। রানাঘাটে একটি এবং বীরভূমে দুটি জনসভা করেন তিনি। অন্ডাল বিমানবন্দর হয়ে তিনি দিল্লি ফেরেন। এদিন অমিত শাহকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অনেকেই।আর সেই তালিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেখাঁে দেখা যাচ্ছে জয়দেব খাঁ নামক এক ব্যক্তিকে। তৃণমূলের দাবি, জয়দেব খাঁ কুখ্যাত কয়লা মাফিয়া। এই নিয়ে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্টও করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের সেই পোস্টে লেখা, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্ডাল বিমানবন্দরে ছাড়তে যাবেন কে? কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁ! ক্রোনোলজিটা এবার স্পষ্ট হল! স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এহেন খাতির না থাকলে কি বিএসএফকে ‘ম্যানেজ’ করে পাচার চালানো যায়?!’

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানানোর জন্য যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন জয়দেব খাঁও। ইতিমধ্যেই BJP-র লেটারহেডে ওই ১৬ জন নেতার নাম সহ একটি লিস্ট সামনে এসেছে। সেখাঁে BJP-ক আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। এই চিঠিটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

এদিকে জয়দেব সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি স্থানীয় BJP নেতা। আর সেই মোতাবেক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে গিয়েছিলেন। ২০১৯ সাল অর্থাৎ গত বছর লোকসভার সময় তিনি BJP-তে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি আসানসোলে BJP-র জেলা কমিটির সদস্য।

তাঁর দাবি, BJP-তে যোগ দেওয়ার আগে তাঁর নামে কোনও মামলা ছিল না। এখন কয়লা সংক্রান্ত মিভিন্ন মামলা দেওয়া হয়েছে। যদিও ‘কয়লা মাফিয়া’ শব্দ ফুঁসে উঠে তাঁর দাবি, এই মন্তব্যে সত্যতা নেই। অন্যদিকে, BJP-র আসানসোল সাংগঠনিক জেলার সভাপতির কথায়, ‘দিলীপ ঘোষের হাত ধরে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন।’ পাশাপাশি জয়দেবের বিরুদ্ধে সেভাবে কোনও অভিযোগ মেলেনি বলেই দাবি করেছেন তিনি।

সবমিলিয়ে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে আলোচনা। উল্লেখ্য, রাজ্যে প্রচারে এসে একাধিক দুর্নীতি ইস্যুতে সরব হয়েছিলেন অমিত শাহ। এবার এই বিষয়টিকে সামনে রেখে পালটা সরব তৃণমূলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *