Fact Check,Fact Check : দীপ্সিতাকে দেখে কান্না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? ভাইরাল পোস্টটির সত্যতা জানুন – fact check kalyan banerjee emotional video has no connection with lok sabha election or dipsita dhar


ভোটপ্রচারে ব্যস্ত সমস্ত দলের প্রার্থী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নার একটি ভিডিয়ো। এই ভিডিয়োটিকে সামনে রেখে একটি বিশেষ দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই দাবিটি সত্যি নয়।

ঠিক কী ভাইরাল হয়েছে?

এইবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বামেরা প্রার্থী করেছে দীপ্সিতা ধরকে এবং BJP-র প্রার্থী কল্যাণের প্রাক্তন জামাই শংকর বসু।

এই ত্রয়ীর রাজনৈতিক লড়াইয়ের দিকে সব নজর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেদার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হাত জোড় করে কাঁদছেন কল্যাণ। এক নেটিজেন এই ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ‘CPIM প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে BJP প্রার্থী কবীর শংকর বসুর প্রাক্তন শ্বশুর এবং শ্রীরামপুরের তিন বারের সাংসদ এবং এই বারের প্রার্থী কল্যাণের অবস্থাটা একবার দেখুন।’

সত্যিটা ঠিক কী?

এই ভাইরাল পোস্টে কি আদৌ কোনও সত্যতা রয়েছে? তা যাচাই করে দেখে নিউজ চেকার। সেখানে ভাইরাল ক্লিপটির রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় নিউজ ১৮ বাংলার ইউ টিউব চ্যানেলের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর ভিডিয়োটি পোস্ট করা হয়। তার বিবরণ থেকে জানা যায়, নবমীর দিন দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন কল্যাণ। মন্ত্রপাঠ করতে করতে তাঁকে কাঁদতে দেখা যায়। সেই সময় এই ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। এর আগে ইটিভি ভারত, টিভি নাইন, জি ২৪ ঘণ্টা থেকে শুরু করে একাধিক বাংলা সংবাদ মাধ্যমে সেই খবর পোস্ট হয়। সেই খবর প্রকাশিত হয় এই সময় ডিজিটাল-এও।

ভাইরাল ছবিটির সঙ্গে সেই ভিডিয়ো হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজোর সেই ভিডিয়োই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ লোকসভা নির্বাচন বা দীপ্সিতা ধরের সঙ্গে কল্যাণের কান্নার কোনও যোগাযোগ নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নার ভিডিয়োটি পুরনো এবং পুজোর সময় কান্নাকাটি করতে দেখা গিয়েছিল এই সাংসদকে। আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পোড়খাওয়া এই রাজনীতিক এবং দুঁদে আইনজীবী।

শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসা গেল?
এই তদন্ত থেকে স্পষ্ট যে ভিডিয়োটি কোনওভাবেই সাম্প্রতিক নয়। পুজোর সময় কল্যাণের আবেগতাড়িত একটি মুহূর্তের ভিডিয়ো।

(This story was originally published by Newschecker and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *