Kunal Ghosh : ‘দেশে এবার জোট সরকার’, কটা আসন পাবে BJP? ফের ভবিষ্যদ্বাণী কুণালের – kunal ghosh prediction bjp will get less than 220 seats in lok sabha election


লোকসভা নির্বাচনে রাজ্যে কয়টি আসন পাবে তৃণমূল কংগ্রেস? আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবার দিল্লি দখলের লড়াই নিয়েও ভবিষ্যদ্বাণী কুণালের। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আর ক্ষমতায় আসছে না বলে জানিয়ে দিলেন তিনি। উল্লেখ করলেন, গোটা দেশে কয়টি আসন পাবে বিজেপি।গত ২৪ মার্চ তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করছিলেন কুণাল ঘোষ। তারপর যদিও রাজ্য রাজনীতি একাধিক ঘটনাপ্রবাহ অনেকটাই পট পরিবর্তন করেছে। তবে, কুণালের মতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজ্যে ৩০ থেকে ৩৫টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তবে, এবার আরও একধাপ এগিয়ে দেশের জনমত নিয়েও আগাম বার্তা দিলেন কুণাল। দেশের এবার বিকল্প বিরোধী জোট সরকার গড়বে বলে আশা তাঁর। তৃণমূল নেতা হিসেবে সেই বার্তা দেওয়াটাই কাম্য। তবে, গোটা দেশে বিজেপি যেখানে ৪০০ পার করার লক্ষ্যমাত্রা নিয়েছে, সেখানে গেরুয়া শিবির (বিজেপি জোট) মাত্র ২০০ থেকে ২২০টি আসনে আটকে যাবে বলে মত তাঁর।

কুণাল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘এখনও পর্যন্ত যা শুনছি তাতে দেশে বিজেপি জোট 200-220 টি আসন পাবে। সরকার গড়বে বিকল্প বিরোধী জোট। রাজ্যে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে।’ যেহেতু, দেশে বিকল্প বিরোধী জোট সরকার তৈরি হবে, সেহেতু সেই সরকারে বড় ভূমিকা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে দাবি তাঁর।

কুণাল বলেন, ‘দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল। বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। বিকল্প সরকারের নিয়ন্ত্রক হবে তৃণমূল কংগ্রেস ও বাংলা।’ সেক্ষেত্রে এককভাবে বিজেপি এবং সম্ভবত কংগ্রেসের পরেই আসন সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস বলেই জানান কুণাল।
এখনও পর্যন্ত গোটা দেশে তিনটি দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আরও চারটি দফায় নির্বাচন হওয়া বাকি রয়েছে। আগামী সোমবার, ১৩ মে রাজ্য সহ গোটা দেশে চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হতে চলেছে। বাকি চারটি দফায় নির্বাচন হওয়ার আগেই কুণাল ঘোষের এই ভবিষ্যদ্বাণী তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee : প্রবল গরমেও প্রচারে ঝড়! একাই একশোর পথে মমতা
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করে। রাজ্যে বিজেপি প্রথমবারের জন্য ১৮টি আসন পায় রাজ্যে। ২২টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্য থেকে ৩০টির বেশি আসনে জয়লাভের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিজেপির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *