Mamata Banerjee On CV Ananda Bose : ‘পাশে বসাও পাপ, রাজভবনে আর যাব না’, রাজ্যপালের পদত্যাগ দাবি মমতার – mamata banerjee said governor cv ananda bose should resign after molestation allegation


‘রাজ্যপালের পদত্যাগ করা উচিত’ – নির্বাচনী সভা থেকে জোরালো দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রাজভবনের এক কর্মী। সেই ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি আর রাজভবনে যাবেন না বলেও জানিয়ে দিলেন।হুগলিতে একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আমার কী দোষ আপনি বলুন, আমি তো জানিই না পুরো ঘটনাটা। উনি বলছেন নাকি দিদিগিরি চলবে না। আমি বলছি, দিদিগিরি চলবে না, দাদাগিরি চলবে না। কিন্তু প্রথমে আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি কে মহিলাদের অত্যাচার করার জন্য?’

রাজভবনের সিসিটিভি ফুটেজ নিয়েও ইতিমধ্যে নানা জলঘোলা হয়েছে। প্রাথিমিক অনুসন্ধানের জন্য রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ টিম। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়নি রাজ্যপালের তরফে। এরপরেই গত বৃহস্পতিবার রাজভবনের তরফে একটি সিসিটিভি ফুটেজ সাধারণ দর্শকদের জন্য। তবে, সেই ফুটেজে রাজভবনের ভেতরের কোনও চিত্র দেখানো হয়নি বলে অভিযোগ ওঠে।

সেই সম্পূর্ণ ভিডিয়ো ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাতে এসেছে একটি সংবাদমাধ্যম মারফত বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও অনেক ক্লিপিংস প্রকাশ্যে আসেনি বলেন দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘যে ভিডিয়ো এডিট করা হয়েছে, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বের হয়নি। আরও একটা ভিডিয়ো আমি পেলাম। আরও কীর্তি কেলেঙ্কারি হয়েছে।’

এরপরেই নিজের বক্তৃতায় মমতা জানান, তিনি আর রাজভবনে যেতে রাজি নন। মমতা বলেন, ‘বাবা রে! আমাকে এখন রাজভবন ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই! আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকুন। আমি রাস্তায় দেখা করে নেব। যা কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বাসাটাও পাপ।’

CV Ananda Bose : কী হয়েছিল রাজভবনে? পূর্ত দফতর থেকে এল CCTV ফুটেজ, তদন্তে লালবাজার
উল্লেখ্য, গতকাল পূর্ত দফতর থেকে রাজভবনের সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে কলকাতা পুলিশের ওই বিশেষ টিম। সিসিটিভি ফুটেজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে দেখানো হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল রাজভবন। এরপর পূর্ত দফতর যেহেতু রাজভবনের দেখভালের দায়িত্বে রয়েছে, সেই কারণে তাঁদের কাছ থেকে ফুটেজ আনায় পুলিশ। সেখানে ওই মহিলাকে কাঁদতে কাঁদতে রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারিনীর পেছনে আরও চারজন রাজভবনের কর্মীকে ছুটতে দেখ যায়। তাঁদের স্ক্রিনশট পাঠিয়ে পরিচয় জানানর জন্য রাজভবনে ইতিমধ্যে পাঠিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *