Mukut Mani Adhikari Wife,ভোটের ৪৮ ঘণ্টা আগে চমক, মিঠুনের হাত ধরে BJP-তে তৃণমূল প্রার্থীর স্ত্রী – ranaghat tmc candidate mukut mani adhikari wife swastika bhuvaneswari joins bjp ahead of lok sabha election


লোকসভা নির্বাচনের আগে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুটমণি অধিকারী। তাঁকেই এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে BJP-র জগন্নাথ সরকারের বিরুদ্ধে লোকসভার প্রার্থী করেছে তৃণমূল। তরুণ মুখ মুকুটমণি চিকিৎসক। মতুয়া মহলেও ব্যাপক জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তাঁকে প্রার্থী করা তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।এদিকে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী থেকে থেকে আলাদা থাকেন, তা হলফনামায় জানিয়েছিলেন মুকুটমণি অধিকারী। বিয়ের কয়েকদিনের মাথায় তাঁর বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী।

এবার সেই স্বস্তিকাই যোগদান করলেন BJP-তে। শনিবার তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে BJP-র পতাকা হাতে তুলে নেন স্বস্তিকা। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, আইনিভাবে মুকুটমণি এবং স্বস্তিকার বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক যে তলানীতে, তা কারও কাছে অজানা নয়। উল্লেখ্য, ২০২৩ সালে BJP-তে থাকাকালীন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। বিয়ের ১১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে আসা হয়। উল্লেখ্য, ১৩ মে রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন।

জানা যায়, মুকুটমণি এবং তাঁর স্ত্রী আগে থেকেই একে অপরকে চিনতেন। সেই সময় BJP-তেই ছিলেন মুকুটমণি। এরপর অবশ্য তিনি লোকসভা ভোটের আগে যোগদান করেন তৃণমূলে। অনেকেই সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের সঙ্গে এই ঘটনার তুলনা করছেন। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে সুজাতা মণ্ডল যোগদান করেছিলেন তৃণমূলে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেই হাপুশ নয়নে কেঁদেছিলেন সৌমিত্র। দাবি করেছিলেন সুজাতাকে ডিভোর্স দেবেন তিনি। প্রথমে সুজাতা অবশ্য বিবাহ বিচ্ছেদ চাননি। পরে তাঁদের সম্পর্কে তিক্ততা আসে এবং তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

এই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে BJP-র প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। মুখোমুখি এই প্রাক্তন। তাঁদের বাকযুদ্ধও চরমে উঠেছে। ২০১৯ সালে আইনি জটিলতার কারণে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ। সেই সময় স্বামীর হয়ে প্রচার সামলেছিলেন সুজাতা। এবার তিনি নিজেই স্বয়ং প্রচারের মঞ্চে।

যদিও ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, মুকুটমণির সঙ্গে স্বস্তিকার সম্পর্ক তলানীতে বহুদিন ধরে। তাঁরা যে একসঙ্গে থাকেন না, সেই কথাও হলফনামাতে বলা রয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *