নরেন্দ্র মোদী,’তৃণমূল অ্যান্টি এসটি-মহিলা বিরোধী’, আরামবাগে আক্রমণ মোদীর – narendra modi says tmc is anti st from lok sabha election rally at arambagh


তৃণমূলকে ‘অ্যান্টি এসটি’ ও ‘মহিলা বিরোধী’ বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে সভা করতে করতে এসে এহেন আক্রমণ শানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে সিএএ নিয়েও তৃণমূলকে দিলেন সরাসরি হুঁশিয়ারি।

কী বললেন মোদী?

প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের ব্যবহারে ও কাজে বাংলার সংস্কৃতির কোনও ঝলকই দেখা যায় না। ভোটব্যাঙ্ককে খুশি করতে এরা যে কোনও কিছু করতে পারে। তৃণমূল ঘোর অ্যান্টি এসটি। ঘোর তৃণমূল মহিলা বিরোধী। এরা নিজেদের এসসি এসটি নেতাদের সঙ্গেও খুব খারাপ আচরণ করে। বাগদি ও বাউড়ি সম্প্রদায়ের উদ্দেশে এরা কেমন কথা বলে তাও আপনারা দেখেছেন। এসটিদের উন্নয়নকে হিংসা করে তৃণমূল সরকার। আর সেই কারণেই তারা এসটিদের এগোতে দেয় না।’

CAA নিয়ে নিশানা

এই সভা থেকেও মোদীর মুখে উঠে আসে সিএএ প্রসঙ্গ। মোদী সরাসরি বলেন, সরকার যখন সিএএ-র মতো গুরুত্বপূর্ণ আইন নিয়ে এল, নাগরিকত্ব দেওয়ার আইন নিয়ে এল, নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি নিয়ে এল, তখন এরা ভর দেখাতে শুরু করল। বিভ্রান্তি ছড়ান্তে লাগল, মিথ্যে বলতে লাগল। এরপরেই সমস্ত শরণার্থীদের উদ্দেশে মোদী বলেন, সিএএ সংবিধানের গ্যারান্টি, এটা মোদীর গ্যারান্টি। পৃথিবীর কোনও শক্তি একে আটকাতে পারবে না। আর তৃণমূলও এই ধরনের কাজ করতে থাকলে তার ফল ভালো হবে না বলেই কার্যত হুঁশিয়ারি দেন মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল যে ভাবে বাংলাকে লুঠ করথে তা মহাপাপ।’
‘বিদ্যুতের বিল শূন্য করতে চাইছি’, বাংলায় নির্বাচনী প্রচারে এসে বড় দাবি মোদীর

প্রসঙ্গত এদিন রাজ্যে একাধিক সভা করেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করতে এসে ৫টি গ্যারান্টিও দেন তিনি। মোদীর সেই ৫ গ্যরান্টি হল, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না, এসসি এসটি ওবিসি সংরক্ষণ কেউ বন্ধ করতে পারবে না, ভাগবান রামের পুজো কেউ আটকাতে পারবে না, রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেউ বদলাতে পারবে না, কেউ সিএএ আটকাতে পারবে না।

একইসঙ্গে ওই সভা থেকে দুর্নীতি নিয়েও তৃণমূলকে তথা রাজ্য সরকারকে নিশানা করেন মোদী। প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, এই দুর্নীতির নেপথ্যে ‘সরকারি মেশিনারি’ রয়েছে। প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট নষ্ট করা হয়েছে, ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে ও চাকরি বিক্রি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *