হুগলিতেও একই দৃশ্য
তবে শুধু হাওড়াতে নয়, হুগলি চুঁচুড়ার সভাতেও এমনটাই ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ছবি নিয়ে সভায় উপস্থিত হয়েছিলেন দুই ব্যক্তি। আর নিজে থেকেই সেই ছবি চেয়ে নিলেন নরেন্দ্র মোদী। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। সেই সভাতেই হাতে ছবি নিয়ে উপস্থিত হন দুই ব্যক্তি। মঞ্চের সামনে দুই পাশে দীর্ঘক্ষণ ধরে সেই হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। বিষয়টি নজরে আসতেই মোদী এসপিজি-কে নির্দেশ দেন ওই ছবিগুলি তাঁর কাছে পৌঁছে দিতে। এমনকী ওই দুই ব্যক্তিকে ছবির পিছনে তাঁদের নাম এবং ঠিকানাও লিখে দিতে বলেন তিনি। পরে তাঁদের চিঠি লেখার চেষ্টা করবেন বলেও সভামঞ্চ থেকেই জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুই কোণে দু’জন ছবি তৈরি করে নিয়ে এসেছেন। সেই কখন থেকে হাত উপরে করে দাঁড়িয়ে আছেন। আপনারা এত ভালোবাসা দিয়ে নিয়ে এসেছেন, তাও আবার আমার মায়ের ছবি তৈরি করে নিয়ে এসেছেন। পশ্চিমী দুনিয়া আজ মাদার্স ডে উদযাপন করে। কিন্তু আমরা ভারতীয়রা তো ৩৬৫ দিন মায়ের পুজো করি, দুর্গা মায়ের পুজো করি, কালী মায়ের পুজো করি ও ভারত মায়েরও পুজো করি।’ এরপরেই মোদী এসপিজি-কে ওই ছবি দু’টি নিয়ে আসার নির্দেশ দেন মোদী। কিছুক্ষণ পর আরও কয়েকজন মহিলার থেকে ছবি নেওয়ার জন্যও এসপিজি-কে নির্দেশ দেন তিনি।