নরেন্দ্র মোদী,ভিড়ের মাঝেও চোখ এড়ায়নি, হাওড়ায় দুই বোনের স্বপ্নপূরণ মোদীর – two sisters have gifted their drawings to pm narendra modi at howrah lok sabha election rally


নিজের হাতে ছবি এঁকেছিল হাওড়ার দুই বোন। ইচ্ছে ছিলো নিজেদের আঁকা ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন যে সফল হবে তা ভাবেনি কেউই। তবে রবিবার সাঁকরাইলে নরেন্দ্র মোদীর জনসভায় বাস্তবে সেই ইচ্ছা পূরণ হল। আনন্দে আবেগে কেঁদে ফেলল দুই বোন বাণী ও উন্নতি শর্মা।হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় তখন হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছেন। দুই বোন তাদের আঁকা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ছবি ও নরেন্দ্র মোদীর পেন্সিল স্কেচ তুলে দেখাচ্ছিল। হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেও তা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। বক্তৃতা থামিয়ে দুই বোনকে কান্না থামাতে বলেন তিনি। স্পেশাল প্রটেকশন গ্রুপ (SPG) বলেন ছবি দু’টি নিয়ে আসতে। সভা শেষে দুই বোন জানায় পরিবারের সঙ্গে তারা এসেছিল সভায়। উপহার দেওয়ার ইচ্ছা নিয়ে কয়েকদিন ধরেই এঁকেছিল ছবি দু’টি। কিন্তু নরেন্দ্র মোদী যে ওইভাবে তাদের উপহার গ্রহণ করবেন তা তারা স্বপ্নেও ভাবেনি। আর দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এহেন ব্যবহার পেয়ে আপ্লুত দুজনেই।

হুগলিতেও একই দৃশ্য

তবে শুধু হাওড়াতে নয়, হুগলি চুঁচুড়ার সভাতেও এমনটাই ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ছবি নিয়ে সভায় উপস্থিত হয়েছিলেন দুই ব্যক্তি। আর নিজে থেকেই সেই ছবি চেয়ে নিলেন নরেন্দ্র মোদী। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। সেই সভাতেই হাতে ছবি নিয়ে উপস্থিত হন দুই ব্যক্তি। মঞ্চের সামনে দুই পাশে দীর্ঘক্ষণ ধরে সেই হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। বিষয়টি নজরে আসতেই মোদী এসপিজি-কে নির্দেশ দেন ওই ছবিগুলি তাঁর কাছে পৌঁছে দিতে। এমনকী ওই দুই ব্যক্তিকে ছবির পিছনে তাঁদের নাম এবং ঠিকানাও লিখে দিতে বলেন তিনি। পরে তাঁদের চিঠি লেখার চেষ্টা করবেন বলেও সভামঞ্চ থেকেই জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুই কোণে দু’জন ছবি তৈরি করে নিয়ে এসেছেন। সেই কখন থেকে হাত উপরে করে দাঁড়িয়ে আছেন। আপনারা এত ভালোবাসা দিয়ে নিয়ে এসেছেন, তাও আবার আমার মায়ের ছবি তৈরি করে নিয়ে এসেছেন। পশ্চিমী দুনিয়া আজ মাদার্স ডে উদযাপন করে। কিন্তু আমরা ভারতীয়রা তো ৩৬৫ দিন মায়ের পুজো করি, দুর্গা মায়ের পুজো করি, কালী মায়ের পুজো করি ও ভারত মায়েরও পুজো করি।’ এরপরেই মোদী এসপিজি-কে ওই ছবি দু’টি নিয়ে আসার নির্দেশ দেন মোদী। কিছুক্ষণ পর আরও কয়েকজন মহিলার থেকে ছবি নেওয়ার জন্যও এসপিজি-কে নির্দেশ দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *