শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন অভিষেক। প্রসঙ্গত, গত শনিবারের একটি ভিডিয়ো প্রকাশের পর গতকাল আরও একটি স্টিং অপারেশনের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ্যে আসে। সেখানে বিজেপির সন্দেশখালির দুই নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে কোন কোন মহিলাদের টাকা দেওয়া হয়েছে, অস্ত্র আনার জন্য কত টাকার প্রয়োজন এরকম একাধিক বিষয়ে বলতে শোনা গিয়েছে।
দ্বিতীয় ভিডিয়ো প্রকাশের পর এদিন অভিষেক বলেন ‘কিছু ভোট পাওয়ার জন্য একটা রাজনৈতিক দল, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট, এতটা নিচে নামতে পারে, যে ২০০০ টাকা দিয়ে সম্মান দিল্লির কাছে বিক্রি করে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল।’ এরপরেই রাজ্যের বিরোধী দলনেতার মুখের ভাষা নিয়ে আক্রমণ করেন অভিষেক। দুদিন আগেই বাঁকুড়ায় একটি সভা থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কিছু মহিলা সন্দেশখালি নিয়ে স্লোগান দিতে থাকে। সেইসময় একটি কুকথা ব্যবহার করেন শুভেন্দু বলে অভিযোগ। সেই অডিয়ো শুনিয়ে সভায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় অভিষেককে।
অন্যদিকে, আজকে দিনের শুরুতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সভা করেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালি নিয়ে মোদীকে বেশ কিছু মন্তব্য করতে শোনা যায়। সেখানে মোদী বলেন, ‘সন্দেশখালিতে কী চলছে, সারা দেশ তা দেখতে পাচ্ছে। ওখানে অত্যাচারী নেতাদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন আবার ওখানে নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির মা-বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ সন্দেশখালির অত্যাচারীর নাম শাহজাহান শেখ।’