Abhishek Banerjee : ‘শুধু বাংলা নয়, সন্দেশখালিতে BJP-র দিল্লির নেতারাও জড়িত’, দাবি অভিষেকের – abhishek banerjee slams narendra modi for being silent on sandeshkhali video issue ahead lok sabha election


একের পর এক স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসছে। সন্দেশখালি নিয়ে বিজেপিকে আক্রমণের মাত্রা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ভিডিয়োগুলিকে ফেক বলে দাবি করে রবিবারই সন্দেশখালিতে পালটা আন্দোলনে নাম বিজেপি কর্মীরা। যদিও, সন্দেশখালির ভিডিয়ো নিয়ে আলাদা করে মন্তব্য করতে শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্যে প্রচারে এসেও বিষয়টি নিয়ে মন্তব্য না করায় খোঁচা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।রবিবার বিকেলে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাজির ছিলেন অভিষেক। সেখানেই সন্দেশখালি নিয়ে ‘বিজেপির মিথ্যাচার’-এর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন তিনি। অভিষেক বলেন, আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন, বাংলায় সভা করেছেন। আমি ভেবেছিলাম সন্দেশখালি নিয়ে এবংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। এখন তো বুঝছি, এই ঘটনায় শুধু বাংলার নেতারা দায়ী নন, দিল্লির বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনে সন্দেশখালির ঘটনা ঘটেছে।’

শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন অভিষেক। প্রসঙ্গত, গত শনিবারের একটি ভিডিয়ো প্রকাশের পর গতকাল আরও একটি স্টিং অপারেশনের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ্যে আসে। সেখানে বিজেপির সন্দেশখালির দুই নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে কোন কোন মহিলাদের টাকা দেওয়া হয়েছে, অস্ত্র আনার জন্য কত টাকার প্রয়োজন এরকম একাধিক বিষয়ে বলতে শোনা গিয়েছে।

দ্বিতীয় ভিডিয়ো প্রকাশের পর এদিন অভিষেক বলেন ‘কিছু ভোট পাওয়ার জন্য একটা রাজনৈতিক দল, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট, এতটা নিচে নামতে পারে, যে ২০০০ টাকা দিয়ে সম্মান দিল্লির কাছে বিক্রি করে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল।’ এরপরেই রাজ্যের বিরোধী দলনেতার মুখের ভাষা নিয়ে আক্রমণ করেন অভিষেক। দুদিন আগেই বাঁকুড়ায় একটি সভা থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কিছু মহিলা সন্দেশখালি নিয়ে স্লোগান দিতে থাকে। সেইসময় একটি কুকথা ব্যবহার করেন শুভেন্দু বলে অভিযোগ। সেই অডিয়ো শুনিয়ে সভায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় অভিষেককে।

Sandeshkhali News : সন্দেশখালির দ্বিতীয় স্টিং ভিডিয়ো প্রকাশ্যে, বিস্ফোরক তথ্য গঙ্গাধরের মুখে
অন্যদিকে, আজকে দিনের শুরুতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সভা করেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালি নিয়ে মোদীকে বেশ কিছু মন্তব্য করতে শোনা যায়। সেখানে মোদী বলেন, ‘সন্দেশখালিতে কী চলছে, সারা দেশ তা দেখতে পাচ্ছে। ওখানে অত্যাচারী নেতাদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন আবার ওখানে নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির মা-বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ সন্দেশখালির অত্যাচারীর নাম শাহজাহান শেখ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *