পুলিস জানিয়েছে, মৃতের নাম মিন্টু শেখ (৪৫)। তৃণমূলের দাবি, তিনি দলের একজন কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মিন্টু শেখ ও তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, সে সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর বাইক ঘিরে ধরে। রাস্তার মাঝে তাঁকে আটকানো হয়৷ তিনি বাইক থামাতেই তাঁর শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ৷
এরপরেই দুস্কৃতিরা বোমা মেরে খুন করে৷ তারপর এলাকার বাসিন্দারা ছুটে আসেন৷ ঘটনাস্থলে কেতুগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে৷ এলাকায় চরম উত্তেজনা রয়েছে। বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, উনি আমাদের দলের কর্মী ছিলেন৷ তবে কে বা কারা এমন কাজ করল খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার বাংলায় চতুর্থ দফায় নির্বাচন রয়েছে। ভোট রয়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। ভোটার আগেই রাতেই এই ঘটনায় চিন্তিত প্রশাসন। বর্তমানে রাজ্যে রয়েছে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে আগামীকাল চতুর্থ দফা নির্বাচনে ৮ টি লোকসভা আসনের নির্বাচনের জন্য মোতায়ন থাকবে ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি কম্পানি থাকবে স্ট্রং রুমে নিরাপত্তায় এবং বাকি জেলায়। বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্র মোট বুথ সংখ্যা ১৯৪২টি।
এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০১টি। বর্ধমান পূর্ব কেন্দ্রে এবার তৃণমূল-বিজেপি যুযুধান দুই পক্ষের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন সুনীল মণ্ডল। এবার আর তাঁকে টিকিট দেওয়া হয়নি। গতবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন পরেশ চন্দ্র দাস। এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী শর্মিলা সরকার। বিজেপির হয়ে এবার দাঁড়িয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। সিপিএম এখানে প্রার্থী করেছে নীরব খাঁকে।