সন্দেশখালিতে তৃণমূলের নেতা কর্মীদের মারধরের ঘটনার দায় বিজেপির বলেই জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাঁকুড়ার কোতুলপুরে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বর্ণাঢ্য রোড শোতে অংশ নেন চন্দ্রিমা ভট্টাচার্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওরা আগে থেকেই এমনটা করে আসছে। আর এদের প্ররোচিত করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ সন্দেশখালির গোটা গল্প ফাঁস হয়ে গিয়েছে। সে কারণেই ফের নির্যাতন ও অত্যাচার নামিয়ে আনা হয়েছে।’ চন্দ্রিমা ভট্টাচার্যর আরও অভিযোগ, প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যে এই নির্যাতনকারীদের ঘুরিয়ে ফিরিয়ে সমর্থন জানিয়েছেন।
ভাইরাল ভিডিয়ো নিয়েও এদিন প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, ভাইরাল ভিডিয়োতে গঙ্গাধর কয়ালের বক্তব্যে স্পষ্ট ২ হাজার টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলারা মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বাধ্য হয়েছেন। বলা চলে তাঁরা জানেননই না কী অভিযোগ করা হচ্ছে।
তাঁর কথায়, প্রধানমন্ত্রী এ রাজ্য এসে একের পর এক সভা করলেও এই ভাইরাল ভিডিয়ো নিয়ে তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। উলটে তাঁকে এই কাজ যারা করিয়েছে তাঁদেরকেই সমর্থন করতে দেখা গিয়েছে। চন্দ্রিমার দাবী এর মাধ্যমেই প্রমাণ হয় প্রধানমন্ত্রী নারী শক্তির কথা বললেও তিনি আসলে নারীদের অপমান ও অসম্মান করছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে সন্দেশখালি নিয়ে প্রথম ভিডিয়ো সামনে আসে। এরপরেই বিষয়টিকে ফেক বলে উড়িয়ে দেয় বিজেপি নেতৃত্ব। এমনকি, এই ভিডিয়ো সামনে আসার পরেই সিবিআইয়ের কাছে একটি চিঠি পাঠান অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। বিষয়টি নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি।