প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তুমুল ব্যস্ত রচনা। প্রচারের ময়দানে দেখা যাচ্ছে তাঁকে। প্রচারসভা, মিছিল-কোনও খামতি রাখছেন না তিনি। মাতৃদিবসে রচনার আক্ষেপ, ‘এই বছর ছেলের সঙ্গে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে আছি, বিকেলেও সিঙ্গুরে থাকব। কাজটা সবসময় প্রাধান্য পায় আমার কাছে। ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। ও বুঝে গিয়েছে মা একটু ব্যস্ত। কিছু করার নেই।’
অন্যদিকে, পান্ডুয়াতে বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী এদিন চুঁচুড়ার জনসভা থেকে যে কটাক্ষ করেছেন তার কোন উত্তর দিতে চাননি রচনা। তবে নরেন্দ্র মোদীকে পালটা কটাক্ষ করে তিনি বলেন, ‘ ঘরে ঘরে জল মোদী পৌঁচ্ছে দিচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তা রাজ্যের মানুষ জানেন। দিদি জনসভা থেকে এর উত্তর দিয়ে দিয়েছেন।’
মহিলা,কৃষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এদিন চুড়ার জনসভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কথা জানান মোদী। এর প্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোটের আগেই শুধু তিনি একাধিক প্রকল্প নিয়ে ফলাও করে বলেন। ভোট মিটে গেলেই প্রকল্পগুলো হারিয়ে যায়। কেউ সেই প্রকল্প গুলো আর খুঁজে পায় না।’
উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে সকলকে চমকে দিয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট কেন্দ্রে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চট্টোপাধ্যায়। একদা সহকর্মীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের।