Didi No 1,প্রচারে ব্যস্ত, ছেলের সঙ্গে ফোনে কথা, আন্তর্জাতিক মাতৃদিবসে কী বার্তা রচনার? – rachana banerjee attacks bjp and says she is missing her son on the mothers day


নরেন্দ্র মোদীর মন্তব্য়ের প্রেক্ষিতে এবার সরব রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুর বিধানসভার বেগমপুরে ভোট প্রচারের ফাঁকে উল্লেখযোগ্য মন্তব্য করেন হুগলির তৃণমূল প্রার্থী।এদিন হুগলির চুঁচুড়া ও পুরশুড়াতে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে চুঁচুড়া কোট ময়দানে, পরে আরামবাগ লোকসভার পুরশুড়া এলাকায় বিজয় সংকল্প জনসভায় বক্তব্য রাখেন মোদী। এদিন আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী চুঁচুড়ার জনসভায় বলেন, ‘সমস্ত দেশ আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি , ভারতমাতার পুজো করি।’প্রধানমন্ত্রীর এই বক্ত্যেবর পরিপ্রেক্ষিতে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মোদী একদমই ঠিক কথা বলেছেন। আমরা ভারতমাতার পুজো করি, আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা মায়েদের সর্বদা সম্মান করি, তাই দুর্গারূপে মায়ের পুজো করি, কালীপুজো করি।’ কিন্তু, উত্তরপ্রদেশে নারী নির্যাতন, হাথরাস প্রসঙ্গ টেনে মোদীকে তোপ দাগেন তৃণমূল নেত্রী।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তুমুল ব্যস্ত রচনা। প্রচারের ময়দানে দেখা যাচ্ছে তাঁকে। প্রচারসভা, মিছিল-কোনও খামতি রাখছেন না তিনি। মাতৃদিবসে রচনার আক্ষেপ, ‘এই বছর ছেলের সঙ্গে থাকতে পারলাম না। সকাল থেকে সিঙ্গুরে আছি, বিকেলেও সিঙ্গুরে থাকব। কাজটা সবসময় প্রাধান্য পায় আমার কাছে। ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। ও বুঝে গিয়েছে মা একটু ব্যস্ত। কিছু করার নেই।’

অন্যদিকে, পান্ডুয়াতে বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী এদিন চুঁচুড়ার জনসভা থেকে যে কটাক্ষ করেছেন তার কোন উত্তর দিতে চাননি রচনা। তবে নরেন্দ্র মোদীকে পালটা কটাক্ষ করে তিনি বলেন, ‘ ঘরে ঘরে জল মোদী পৌঁচ্ছে দিচ্ছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তা রাজ্যের মানুষ জানেন। দিদি জনসভা থেকে এর উত্তর দিয়ে দিয়েছেন।’

অনেকেরই গলার লকেট, আমি খারাপ সেন্সে বলছি না: মমতা

মহিলা,কৃষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এদিন চুড়ার জনসভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কথা জানান মোদী। এর প্রেক্ষিতে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোটের আগেই শুধু তিনি একাধিক প্রকল্প নিয়ে ফলাও করে বলেন। ভোট মিটে গেলেই প্রকল্পগুলো হারিয়ে যায়। কেউ সেই প্রকল্প গুলো আর খুঁজে পায় না।’

উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে সকলকে চমকে দিয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট কেন্দ্রে BJP-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চট্টোপাধ্যায়। একদা সহকর্মীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে নজর রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *