Lok Sabha Election 2024,নীল শাড়িতে বিশেষ সাজে মহিলা ভোট কর্মীরা, উৎসবের মেজাজ আসানসোলে – asansol polytechnic college 11 vote worker wear same saree


লোকসভা নির্বাচনে ‘ড্রেস কোড’! একই রঙের শাড়ি পড়ে ডিসিআরসিতে ( ডিস্ট্রিবিউশন সেন্টার / রিসিভিং সেন্টার) কাজ করছেন ১১ জন মহিলা। তাঁরা সকলেই বারাবনি ব্লকের সরকারি কর্মী। তাঁদের সকলকেই নীল রঙের শাড়ি পড়ে কাজে আসতে দেখা যায়। রবিবার সকালে এই দৃশ্য দেখা গেল আসানসোলের পলিটেকনিক কলেজে।তবে এই ‘ড্রেস কোড’ নির্বাচন কমিশন বা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ঠিক করে দেয়নি। তাঁরা জানান, নিজেরা আলোচনা করে পরিকল্পনা মোতাবেক একই রঙের পোশাক পরে এসেছেন তাঁরা।

সোমবার ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন। এর জন্য আসানসোলের দুটি জায়গা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আসানসোল পলিটেকনিক কলেজে মোট পাঁচটি বিধানসভার জন্য ডিসিআরসি করা হয়েছে। রবিবার সকাল থেকে এই দুটি ডিসিআরসিতে ভোটকর্মীরা চলে আসেন। আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া ও বারাবনি বিধানসভার ডিসিআরসি করা হয়েছে আসানসোল পলিটেকনিক কলেজে। আর এবারের লোকসভা নির্বাচনে এই ডিসিআরসিতে নজর কাড়লেন বারাবনি ব্লকের ১১ জন মহিলা কর্মী।

তাঁরা ডিসিআরসিতে বিভিন্ন ধরনের কাজ করছেন। কেউ করছেন ডেটা এন্ট্রির কাজ, কেউ কেউ মোবাইল রেজিস্ট্রেশন শুরু করে ভোট কর্মীদের যাবতীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু, একই রঙের শাড়ি পড়া বা ড্রেস কোডের ভাবনা কেন? এই প্রসঙ্গে পিঙ্কি তিরকি নামে এক মহিলা বলেন, ‘আমাদের এই শাড়ি পড়ে কেউ আসতে বলেননি। আমরা নিজেরা আলোচনা করেছি এবং তারপর পরে এসেছি। যাতে কারা ভোটকর্মী হিসেবে কাজ করছেন তা বুঝতে সুবিধা হয়।’ তিনি এদিন বলেন, ‘ আমরা ১১ জন ডিসিআরসিতে বারাবনি ব্লকের হয়ে কাজ করতে এসেছি।’

এই ধরনের অভিনব ভাবনা প্রসঙ্গে নির্বাচনের কাজে থাকা এক সরকারি আধিকারিক বলেন, ‘এই ভাবনা একেবারে নতুন। তবে কোনওভাবেই তা কমিশনের নির্দেশ নয়। মহিলারা নিজেদের মধ্যে পরামর্শ করে তা নির্দিষ্ট করেছেন। নির্বাচন কমিশন তো প্রতি ভোটেই অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়ে থাকেন। এই রকম ভাবনা যদি আগামীদিনে কমিশন নেয় তাহলে অবশ্যই সুবিধা হবে।’

Election Commission : বাংলায় রক্তপাতহীন ভোট তিন দফায়! তারিফ ইসি-র

ওই মহিলারা জানাচ্ছেন, ভালোভাবে ভোটযুদ্ধে নিজেদের অবদান রাখাই আপাতত তাঁদের কাছে প্রাথমিকতা। নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করতে চান। শান্তিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হোক, মানুষ মতদান করুক, এমনটাই চাইছেন তাঁরা। উল্লেখ্য, সোমবার বঙ্গে পরবর্তী দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *