Mamata Banerjee On Narendra Modi : ‘পদত্যাগ করিয়ে নেওয়া উচিত ছিল না?’ রাজ্যপাল নিয়ে মোদীর নীরবতায় প্রশ্ন মমতার – mamata banerjee slams narendra modi for not telling cv anada bose to resign ahead lok sabha election


রাজ্যপালকে পদত্যাগ আগেই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করলেন মমতা। তাঁর (রাজ্যপাল) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই ইস্যুতে রাজ্যপালকে পদত্যাগ করার কথা বলা উচিত ছিল মোদীর বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।রবিবার ব্যারাকপুরের প্রার্থীর হয়ে সভা করেন মোদী। এর কিছুক্ষণ পরেই আমডাঙায় পালটা সভা করেন মমতা। সেখানেই মমতা বলেন, ‘কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার।’ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ তুলেছিলেন রাজভবনের এক মহিলা কর্মী। তিনি এই অভিযোগের পর কেন পদত্যাগ করবেন না? প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে রাজ্যপালকে কটাক্ষ করে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি আছে রাজভবনে লাটুসাহেব। এখন রাজভবনের মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো সংবিধান সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ আমার দরকার থাকলে তাঁর সঙ্গে রাস্তায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না। রাজ্যপালের যে সব কীর্তি-কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, সেই কারণে ভয় লাগছে যেতে। প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার’

এর আগেও একটি জনসভা থেকে মমতাকে বলতে শোনা যায়, ‘ আমি আর রাজভবনে যাব না। রাজ্যপালের সঙ্গে কোনও প্রয়োজন থাকলে দরকার হলে রাস্তায় কথা বলে নেব। কিন্তু, রাজভবনে আমি আর যাব না।’ রাজ্যপালের ‘পাশে বসাও পাপ’ বলেও উল্লেখ করেন তিনি।

Mamata Banerjee On CV Ananda Bose : ‘পাশে বসাও পাপ, রাজভবনে আর যাব না’, রাজ্যপালের পদত্যাগ দাবি মমতার
রবিবার আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসিরাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে একটি সভায় হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে সন্দেশখালির কথাও। মমতা বলেন, ‘এখনও সন্দেশখালি নিয়ে এঁরা মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? দেশের খবর হল – মোদী হারছেন, মোদী বিদায় নিচ্ছেন।’ সন্দেশখালি নিয়ে মিথ্যা দাবি করা হলেও রাজ্যপালের বিষয়টি নিয়ে মোদী কেন মুখ খুলছেন না, প্রশ্ন তোলেন মমতা। ব্যারাকপুরের সভা থেকে একাধিক গ্যারান্টির কথা শুনিয়ে যান মোদী। এদিনের সভা থেকে পাল্টা মমতার দাবি, ‘আমি সব গ্যারান্টি ফুৎকারে উড়িয়ে দিলাম।’ তফসিলিদের জায়গায় বাংলায় মুসলিমদের সংরক্ষণ করা নিয়ে মোদী যা বলেছেন, সেই অভিযোগ খণ্ডন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *