Mithun Chakraborty : ‘যদি মিথ্যা কথা বলি…’, CAA নিয়ে বড় দাবি মিঠুনের – mithun chakraborty criticised tmc over caa issue ahead lok sabha election


ভোটের কয়েকমাস আগেই গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। বাংলায় মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে বিজেপির তরফে রাজ্য জুড়ে প্রচার চালানো হয়েছে CAA নিয়ে। যদিও, পালটা সিএএ নিয়ে চরম বিরুদ্ধতা করেছে তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিটি সভা থেকেই সিএএর বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার CAA নিয়ে বড় দাবি করলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।নিজে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিজেপির হয়ে রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন মিঠুন। মহাগুরুর উপস্থিতিতে ঝোড়ো প্রচার চালাচ্ছে বিজেপিও। রবিবাসরীয় প্রচারে তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে উপস্থিত ছিলেন মিঠুন। সেখানেই মিঠুন দাবি করেন, সিএএ নিয়ে ভুল প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। মানুষকে ভুল বোঝাতেই এই মিথ্যা প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনিঁ।

তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে মিঠুন বলেন, ‘CAA নিয়ে মিথ্যে প্রচার করছে একটি পার্টি। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দূর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য একটি আইন, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সকলে নাগরিকত্ব পাবেন।’ মিঠুন আরও বলেন, ‘ যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন আমি তা চাটবো।’

সিএএর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রচার তালিকায় অবশ্যই থাকছে একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বঞ্চনার কথা। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কথা তুলে ধরে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃবৃন্দ। এর পালটা জবাব দেন মিঠুন। প্রচার সভা থেকে তিনি বলেন, ‘সকাল থেকে একটাই কথা, ১০০ দিনের টাকা দিচ্ছে না। এই টাকা বিজেপির টাকা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা। ক্যাগ বলে একটি সংস্থা আছে যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসাব দেখেন। তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয়। তারাই বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না। এতে বিজেপির কী সম্পর্ক? প্রশ্ন তোলেন মিঠুন।

এর পরেই মিঠুনের নিশানায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন বলেন,’ওঁকে (মমতা) বলুন একদিন প্রেসমিট করে হিসাব দিতে। তারপর যদি না মেলে আমি ওদের সঙ্গ হাঁটবো। এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে। আবার উনি বলছেন বাংলায় বাড়ি বানিয়ে দেবো। বাংলার অধিকাংশ বাড়ির ৪০/৫০ শতাংশ হয়ে পড়ে রয়েছে। একবারও বলছেন না হিসাব দেখাতে পারিনি বলে মিলছে না।’

সুপ্রিম কোর্টে উঠল অভিজিৎ প্রসঙ্গ, কী প্রতিক্রিয়া প্রাক্তন বিচারপতির?
মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চলের গঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে সভায় হাজির ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহিষাদলের বেতকুন্ডু অঞ্চলের দাঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *