বাংলায় এসে এবার ৫ গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করতে এসে ৫ গ্যারান্টি গিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। একনদরে দেখে নেওয়া যাক বাংলায় এসে কী কী গ্যারান্টি দিলেন মোদা।১. যতক্ষণ মোদী আছে ততক্ষণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না।
২. যতক্ষণ মোদী আছে এসসি এসটি ওবিসি সংরক্ষণ কেউ বন্ধ করতে পারেব না।
৩. যতক্ষণ মোদী আছে ভাগবান রামের পুজো কেউ আটকাতে পারবে না
৪. যতক্ষণ মোদী আছে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেউ বদলাতে পারবে না।
৫. যতক্ষণ মোদী আছে কেউ সিএএ আটকাতে পারবে না।
২. যতক্ষণ মোদী আছে এসসি এসটি ওবিসি সংরক্ষণ কেউ বন্ধ করতে পারেব না।
৩. যতক্ষণ মোদী আছে ভাগবান রামের পুজো কেউ আটকাতে পারবে না
৪. যতক্ষণ মোদী আছে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেউ বদলাতে পারবে না।
৫. যতক্ষণ মোদী আছে কেউ সিএএ আটকাতে পারবে না।
এর পরেই প্রধানমন্ত্রী বলেন, ‘মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি সম্পূর্ণ হওয়ার গ্যারান্টি।’