এদিনের সভা থেকে মোদী বলেন, ‘তৃণমূলের কাজ হল গন্ডগোল এবং জমি দখল করা।’ তাঁর কথায়, ‘আমি বলি, হর ঘর জল আর তৃণমূল বলে হর ঘর বোম। এখানে জীবন মুশকিল হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, গত সোমবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনি এলাকা। বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারায় রাজ্ বিশ্বাস নামে এক বালক। এছাড়াও আহত বালকদের মধ্যে এক জনের নাম রূপম বল্লভ। অন্য জনের নাম সৌরভ চৌধুরী।
বিস্ফোরণের ঘটনার পরেই ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিন্না মোড়ের কাছে জিটি রোডে পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় NIA তদন্তের দাবি তোলা হয় বিজেপির তরফে। বিস্ফোরণের ঘটনায় তৃণমূল সরকারকে দায়ী করেন তিনি। রাজ্যের একাধিক জায়গায় ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই পাণ্ডুয়া এলাকায় কিছুদিন আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। লোকসভা নির্বাচনের আবহেই এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই ইস্যুটিকেই এদিন সামনে তুলে আনলেন প্রধানমন্ত্রী। এদিনের সভা থেকে তৃণমূলের দুর্নীতি নিয়েও সরব হন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার যুবদের ভবিষ্যৎ বেচে দিয়েছে তৃণমূল। বাংলার মা-বাবাদের স্বপ্ন বেচে দিয়েছে। আপনারা দেখেছেন, এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’ প্রশ্ন তোলেন মোদী।