সেটি যে উলটো করে ধরা আছে সম্ভবত খেয়াল করেননি বিজেপি বিধায়ক পবন সিং। উলটো ছবিই প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন তিনি। পাশ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি লক্ষ্য করে সেটিকে সোজা করার জন্য বলতে থাকেন।
এদিকে, গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনাটির ভিডিয়ো সমাজ মাধ্যমে তুলে ধরা হয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে। তৃণমূলের তরফে বলা হয়, ‘আজ মোদীজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উলটো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানে না, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানে না, তারা কী ভাবে বাংলা দখলের কথা বলে!’
তৃণমূলের দাবি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবি ঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলায় প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, ‘কাউকে ছাড়া হবে না। উলটো করে টাঙিয়ে দেওয়া হবে।’ সেই বক্তব্য টেনে কটাক্ষ অভিষেকের। অভিষেক এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, ‘কেউ বলেছিল, উলটো করে সোজা করা হবে।’ বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিজেপিকে।