দেব,দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা, শুক্রবার শুনানির সম্ভাবনা – case has been filed against rampada manna ahead of ghatal lok sabha election at calcutta high court


দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। এবার সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযোগকারীরা। বিচারপিত জয় সেনগুপ্তের এজলাসে আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। এই ঘটনায় ভোটের আগে দেব কিছুটা অস্বস্তিতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

চাকরি পাওয়ার আশায় টাকা দেওয়ার অভিযোগ

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ঘাটালের বিদায়ী সাংসদ তথা আরও একবারের তৃণমূল প্রার্থী দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের চন্দ্রকোণার বাসিন্দার। অভিযোগকারীর বক্তব্য, চাকরির আশায় টাকা দেন রামপদ মান্নাকে। কিন্তু চাকরি না পাওয়ায় থানায় এফআইআর রুজু করতে চাইলে পুলিশ সেই অভিযোগ নেয়নি। এরপরেই সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযোগ। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগামী শুক্রবার শুনানির সম্ভবনা।

এখনও মেলেনি চাকরি

আশা কর্মী পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঘাটালের রামপদর বিরুদ্ধে। এই বিষয়ে, চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরার দাবি, মেয়ে পরীক্ষায় বসেছে মেয়ে, ইন্টারভিউয়ের ডাক এসেছে, আশা কর্মীর চাকরি হবে, সেই আশাতেই বিদায়ী সাংসদ দেবের সহকারি রামপদ মান্নাকে টাকা দিয়েছিলেন তিনি। তবে টাকা নিলেও এখনও পর্যন্ত চাকরি হয়নি বলেই অভিযোগ। চাকরিও হয়নি, আবার টাকাও ফেরত পাওয়া যায়নি। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতর পরিবার। তবে পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ই মেলের মাধ্যমে জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। এরপর হাইকোর্টের দ্বারস্থ ওই পরিবার। যদিও অভিযোগকারীকে তিনি চেনেন না বলে ইতিমধ্যেই দাবি করেছেন রামপদ মান্না। এমনকী তাঁর নামও জানা নেই বলেই স্পষ্ট দাবি রামপদ মান্নার।

অভিযোগকারীকে চেনেন না বলে দাবি রামপদ মান্নার

এদিকে এই বিষয়ে শাসক দল তৃণমূল ও ঘাটালের বিদায়ী সাংসদ দেবকে আক্রমণ করতে ছাড়েননি ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে এই প্রসঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাঁকে শাস্তি পেতে হবে।’ প্রসঙ্গত, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছেন ঘাটালে। সেক্ষেত্রে তার আগেই এই ঘটনায় ঘাটালে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *