Abhika Malakar Arka Provo Exclusive,কথার ডাকে সাড়া দিয়ে যখন জমে দুর্জানীর কেমিস্ট্রি – katha serial special episode abhika malakar and arka provo sharing shooting experiences watch exclusive video


কথার ডাকে বাকি বন্ধুরা হাজির হবে না? ধুস, তাও আবার হয় নাকি? আমরাও পৌঁছে গিয়েছিলাম সেটে। আর সেখানেই যেমন দেখা হল দুর্জয়-রানির সঙ্গে তেমনই অঙ্কিতা, উজ্জয়ীনীদের সঙ্গেও জমল আড্ডা। কথার বিশেষ পর্বে সামার হুল্লোড় অন্যান্য সিরিয়ালের তারকাদের নিয়ে। জলসা পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে জমজমাট অনুষ্ঠান। কেমন চলছে তার প্রস্তুতি জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যুটিং সেটে। নাচ গান থেকে শুরু করে জমজমাট আড্ডা। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই আমাদের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন গীতা-স্বস্তিক জুটি। একেবারে অন্য মেজাজে আমাদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন গীতা। এবারে দুর্জয়-রানির সঙ্গে তেমনই অঙ্কিতা, উজ্জয়ীনী খুনসুটি করতে দেখা গেল। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *