Asansol Lok Sabha : আপনি কে? প্রশ্ন করতেই দে ছুট! আসানসোলের বুথে বহিরাগতকে নিয়ে হইচই – asansol lok sabha election unwanted person allegedly entered in polling booth


আজ, সোমবার রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই ভোট হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে। এর মধ্যেই আসানসোলের একটি বুথে এক বহিরাগত প্রবেশের ছবি ধরা পড়ল। ধরা পড়তেই পালালেন সেই ব্যক্তি।আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার চাঁদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পাসে এক বহিরাগতকে নিয়ে হইচই। এক সরকারি আধিকারিকের সঙ্গে বুথ ক্যাম্পাসে দেখা যায় তাঁকে। কোনও রাজনৈতক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বুথের ভেতরে যান তিনি।
তবে, ক্যামেরায় প্রশ্ন করতে উঠে পালালেন তিনি। বুথ ক্যাম্পাসের ভেতরে সরকারি আধিকারিক এর সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সাংবাদিকরা তাঁর পরিচয় সম্বন্ধে প্রশ্ন করে। এরপরই ‘সরি সরি’ বলে পালিয়ে যান ওই ব্যক্তি। নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করছেন ওই ব্যক্তি।

যদিও কোন দলের কর্মী বলার আগেই দে ছুট। যদিও ক্যামেরায় ধরা পড়ার পর আর তাদের ওই বুথের আশেপাশে দেখতে পাওয়া যায় নি। তবে সরকারি আধিকারিকের সঙ্গে বুথ ক্যাম্পাসের ভেতরে ভোটার লিস্ট নিয়ে কী কাজ হচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, আসানসোলের বিভিন্ন বুথে এদিন শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। সকালের দিকে পাশেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বর্ধমান মিউনিসিপাল বয়েস হাই স্কুলের ১৩৭ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল কিছুক্ষণের জন্য। মক পোলের পর দুটি ভোট পরার পর থেকেই মেশিন খারাপ বলে জানানো হয়। সকাল থেকে দীর্ঘ লাইন পড়তে থাকে ভোটারদের।

নীল শাড়িতে বিশেষ সাজে মহিলা ভোট কর্মীরা, উৎসবের মেজাজ আসানসোলে
এছাড়া পাণ্ডবেশ্বর বিধানসভারি বিলপাহাড়ি গ্রামে বিলপাহাড়ি প্রাইমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ২৬ নম্বর বুথে বিজেপির এক পোলিং এজেন্টের বাড়ি ঘিরে রাখার অভিযোগ তোলা হয়। পোলিং এজেন্টের নাম শুভজিৎ দেওয়াসী । বিজেপির অভিযোগ, সকাল থেকে বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে রেখেছে তৃণমূল কর্মীরা তাকে পোলিং এজানে বসতে দেওয়া হয়নি। এছাড়া আসানসোল কেন্দ্রে বড় কোনও ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত আসেনি। মোটের উপর নির্বিঘ্নেই ভোটপর্ব মিটছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *