Dilip Ghosh,’খেলাটা কেমন শেষ করি দেখুন…’, মাঠে নেমে হুংকার দিলীপের – dilip ghosh says khela hobe song will be stop during the day of election


হোম সেন্টারে নয়, ‘বাইরের কেন্দ্রে’ পরীক্ষা দিচ্ছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের এই বিদায়ী সাংসদকে এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে BJP। কিন্তু, তাতে কি? দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেই। সোমবার তাঁর কেন্দ্রে ভোট। প্রতিপক্ষও বেশ শক্ত। বিশ্বকাপ জয়ী টিমের সদস্য, বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু, সোমবার ‘মিচকি হেসে’ দিলীপের জবাব, ‘কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি। খেলাটা এবার দেখবেন, খেলা কেমন শেষ করি।’দিলীপ এবং বিতর্ক যেন সমার্থক। বঙ্গ BJP-র অন্যতম সফল রাজ্য সভাপতি ছিলেন তিনি। তাঁর জমানাতে দল ফুলে ফেঁপে উঠেছিল। কিন্তু, গেরুয়া শিবিরের অন্দরেই কান পাতলে শোনা যায়, দলে নাকি তাঁর আর ‘সেই জায়গাটা’ নেই। যদিও এই সমস্ত দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষের মন্তব্য বিতর্কের সাইক্লোন এসেছে।

কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু, দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনওদিন খেলেননি

দিলীপ ঘোষ

দেদারে ‘মেসোমশাই’ উবাচ মন্তব্যে যোগ করেছেন তিনি। আবার কখনও পুলিশ কর্মীর ‘প্যান্ট খুলে নেওয়ার’ হুঁশিয়ারিও দিয়েছেন। এহেন দিলীপ ঘোষ ভোটের দিনও নিজের মন্তব্য নিয়ে কোনও ‘ফিল্টার’-এর ধার ধারলেন না। তাঁর হুঁশিয়ারি, ‘খেলা শেষ হবে, আর কোথাও খেলা হবে গান বাজবে না। ‘

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমি বলেছিলাম, গুণ্ডামি করছ তোমরা, ভোটের আগে ঘরে ঢুকিয়ে দেব। সেদিন আমাদের রোড হয়েছিল। কিছু লোক ঘেউ ঘেউ করছিল, তাদের বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আজ যদি গন্ডোগোল করতে আসে আমি রাস্তায় রয়েছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেব।’ দিলীপ ঘোষকে দেখে এদিন ফের ‘জয় বাংলা’ স্লোগান ওঠে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন মানস ভ্যুঁইয়া। কিন্তু, সেই বারও জয়ী হয়েছিলেন তিনি। এরপর মেদিনীপুর কেন্দ্রে কার্যত ‘পড়ে ছিলেন’ দিলীপ ঘোষ। কিন্তু, তাঁর পরিবর্তে এবার সেখানে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পলকে। অন্যদিকে, দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর আসন।

Dilip Ghosh: কঠিন পিচে ‘ক্যাপ্টেন’ দিলীপের ‘রানার’ ঠাঁইহীন পুরোনো সঙ্গীরা

এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে মেদিনীপুরে প্রচারে গিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কেন এখানকার সাংসদকে সরিয়ে দিতে হল?’ যদিও দিলীপ ঘোষের হুংকার, কেন্দ্র যাই হোক, প্রতিপক্ষ যেই থাকুক, তিনি রাজনীতির ময়দানে ‘চালিয়ে খেলবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *