Dilip Ghosh News,দিলীপের কনভয়ে হামলার অভিযোগ, মন্তেশ্বরে আক্রান্ত সংবাদমাধ্যম – dilip ghosh face agitation in manteswar on the day of lok sabha election


দিলীপ ঘোষের গাড়ির সামনে আচমকাই শুয়ে পড়ল এক ব্যক্তি। মুহুর্মুহু ইট বৃষ্টি, চতুর্থ দফা ভোটের দিন তপ্ত মন্তেশ্বর। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘আমি হেস্তনেস্ত করে নেব।’এদিন সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণই চলছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের নির্বাচন। এমনকী, কোলাকুলি করতে দেখা গিয়েছিল BJP প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে। কিন্তু, দুপুর ১টা নাগাদ আচমকাই বদলে যায় পরিস্থিতি।

এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর ব্লকের টুললাতে যান দিলীপ ঘোষ। এই দিন আচমকাই তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন এক ব্যক্তি। আর এই নিয়ে বচসা থেকে যাবতীয় ঘটনায় সূত্রপাত। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় জেলা শাসকের থেকে ২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে খ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এদিন দিলীপ ঘোষের গাড়ির সামনে এক ব্যক্তি শুয়ে পড়ায় এগিয়ে নিয়ে যেতে পারেনি গাড়ি। দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের গাড়ি ভাঙচুরের অভিযোগ।

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘সকাল থেকে আমাদের এজেন্টকে মেরেছে। নাক ফাটিয়েছে। আমি খবর পেয়ে এখানে এসেছি। তারপর ওরা বিক্ষোভ দেখায়। পুলিশ সদর্থক ভূমিকা নেয়নি। আমি নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানিয়েছি।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করতে দেখা যায় তাঁদের। ঠিক কী ঘটেছে তা জানার জন্য জেলাশাসকের থেকে অ্যাকশন টোকেন রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন দিলীপ ঘোষ। সকালেই তিনি দাবি করেছিলেন, ‘খেলা হবে’ গান আর বাজবে না। দেখুন না খেলাটা কেমন শেষ করি।

শুধু তাই নয়, দিলীপ ঘোষ বলেন, ‘কীর্তি আজাদ কোনওদিন আমার বিরুদ্ধে খেলেননি। দেখবেন খেলাটা কেমন শেষ করি।’ উল্লেখ্য, এদিন আটটি লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচন। শেষ দফার ভোট ১ জুন। এরপর ৪ তারিখ বেরোবে ভোটের ফলাফল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার কীর্তি বনাম দিলীপ ফাইটে শেষ হাসি কে হাসেন!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *