Mahua Moitra,জল-বিস্কুট খেয়ে কৃষ্ণনগর জুড়ে ‘ম্যারাথন’, সারাদিন কী কী করলেন মহুয়া? – mahua moitra how krishnanagar tmc candidate spend the day of lok sabha election


সবুজ শাড়ি, কপালে লাল টিপ, চোখে ‘সিগনেচার’ সানগ্লাস, সকাল সাতটা নাগাদ কৃষ্ণনগর সিদ্ধেশ্বরী কালিবাড়ি লাগোয়া নিজের বাসভবন থেকে বার হন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর কেন্দ্রের দিকে সমস্ত নজর ছিল। ‘ক্যাশ ফর কোয়্যারি’-র অভিযোগে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। এরপর সমস্ত দলের ফোকাসে ছিল কৃষ্ণনগর কেন্দ্র। সেখানে মহুয়ার সামনে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে প্রার্থী করেছে BJP। যদিও জয় নিয়ে আত্মবিশ্বাসী মহুয়া। ভোটের দিন কী ভাবে কাটল এই হেভিওয়েট প্রার্থীর?এদিন বাড়ি থেকে বার হয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। সটান উঠে যান গাড়িতে। তিনি পৌঁছে যান ঝিটকিপোতা জুনিয়ার বুনিয়াদি বিদ্যালয়ে। সেখানে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। মহুয়া বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমি গতবারে ৬৫ হাজারে জয়ী হয়েছিলাম। এবার অনেকটা পার করতে পারব।’ বেশ আত্মবিশাসী শোনায় তাঁকে।

ভোটের দিন নাকাশিপাড়া, কালিগঞ্জ হয়ে পলাশিপাড়া, তেহট্ট ঘুরে তিনি কৃষ্ণনগরে পা রাখেন। এদিন বুথে বুথে ঘুরেছেন এই প্রার্থী। এদিকে বিদায়ী সাংসদকে দেখে সেলফি এবং ছবি তোলার হিড়িক পড়ে। অনেকেই তাঁর কাছে সেলফির জন্য আবদার করেন।

কাউকে ফিরিয়ে দেননি সাংসদ। আবদার করা প্রত্যেকের সঙ্গে তিনি সেলফি তোলেন। কখনও বা ‘গ্রুফি’-তে দেখা যায় তাঁকে। কখনও টোটোয় চেপে তাঁকে দেখা যায় ভোটকেন্দ্রে পৌঁছে যেতে। কিছু সময় আবার হাঁটা লাগালেন এই প্রার্থী। সেভাবে কোনও অশান্তি কৃষ্ণনগর কেন্দ্রে ঘটেনি। মহুয়া মৈত্র দাবি করেছিলেন, অবাধ শান্তিপূর্ণ ভাবে যাতে নির্বাচন হয়। ভোট প্রক্রিয়ায় সন্তুষ্ঠ বলেই জানান মহুয়া। তবে বড়ঞায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় এই বিদায়ী সাংসদকে।

এদিকে তুমুল ব্যস্ততার মধ্যে তাঁর খুব একটা খাওয়া দাওয়ার সময় হয়ে ওঠেনি। বিস্কুট এবং জল খেয়েছেন দিনভর। পরে পড়ন্ত বেলায় রাস্তার ধারের একটি দোকান থেকে ডিম টোস্ট খেতে দেখা যায় তাঁকে।

LIVE Lok Sabha Election West Bengal : তারকা প্রচারকের তালিকায় কামব্যাক, কুণালকে নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ‘স্মার্ট পলিটিক্স’ করার জন্য যে সমস্ত নাম সবার আগে আসে তাঁদের মধ্যে অন্যতম মহুয়া। সোমবার ‘পরীক্ষার দিন’ মহুয়ার চোখ মুখে চিন্তার ছাপ মাত্র ছিল না। বরং তাঁকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে। বুথে গিয়েছেন, ভোট নিয়ে যাবতীয় বিষয় খতিয়ে দেখেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *