Mamata Banerjee : ‘ইন্ডিয়া জোট সরকার গড়ছে’, লোকসভায় BJP-র কত আসন? ভবিষ্যদ্বাণী মমতার – mamata banerjee claimed bjp will get maximum 195 seats in lok sabha election


রাজ্যে তিনটি দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ, সোমবার গোটা দেশ জুড়ে চতুর্থ দফায় নির্বাচন চলছে। গোটা দেশ জুড়ে বিজেপি এবার কয়টি আসন পেতে পারে? বনগাঁর একটি রাজনৈতিক সভা থেকে সেই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, ইন্ডিয়া জোট সরকারে আসছে, তাঁদের কয়টি আসন পাওয়ার সম্ভাবনা আছে, সেটাও জানিয়ে দিলেন মমতা।বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সোমবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃতীয় দফা পর্যন্ত দেশে কী ট্রেন্ড চলছে? সেই ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘কাল পর্যন্ত আমাদের কাছে যা হিসেবে এসেছে, তাতে ওঁরা বড়জোর ১৯০-১৯৫টি আসন পাবে। ইন্ডিয়া জোট তিন-চারটি দল বাদ দিয়ে হিসেবে করে দেখা গিয়েছে ৩১৫টি আসন পেতে পারে।’ এবার লোকসভা ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বলেই দাবি করেন তিনি।

রাজ্যে ইন্ডিয়া জোট অনুযায়ী আসন সমঝোতা না হলেও কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও তিনি জানালেন, ‘আর মোদী নয়! দিদি তোমাদের সঙ্গে এখানেও আছে। দিদি যেটা করবে, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে সাহায্য করব। আমরা সবাইকে নিয়ে চলব।’

বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও বিশেষ বার্তা দেন মমতা। কোনওভাবেই বাংলায় এনআরসি-সিএএ করতে দেওয়া হবে না, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে বলে দাবি করেন এদিনের মঞ্চ থেকে। মমতা বলেন, ‘মতুয়াদের প্রতি যদি মোদীর এত ভালবাসা, তবে তাঁদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন মোদী? ফর্ম ফিল আপ করতে বলছেন না কেন? এমনিই দিয়ে দিন। করবে না।’

Mamata Banerjee : এক্স পিএম! নমোকে তীব্র কটাক্ষ দিদির
বনগাঁ থেকে এবার বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন গতবারের জয়ী সাংসদ শান্তনু ঠাকুর। নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নাম করে বিজেপি প্রার্থী ‘অনেক জায়গায় টাকা তুলেছে’ বলে দাবি করেন তিনি। শান্তনু ঠাকুরকে আক্রমণ করে দর্শকদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা এক কাজ করুন। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী তাঁকে বলুন আগে নাগরিকত্বের জন্য আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে। আপনারা দেখবেন করবে না। কেন করেনি আবেদন? তার কারণ তিনি বিদেশি হয়ে যাবেন। কেউ করেনি। আসলে এটা একটা চক্রান্ত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *