অভিষেক বন্দ্যোপাধ্যায়,‘প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা অভিষেকের – abhishek banerjee claimed pm narendra modi is unable to stop lakshmi bhandar ahead lok sabha election


লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় প্রতিটি আসনে বড় ভূমিকা নিতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃণমূল নেতৃত্বের প্রচার তালিকার শীর্ষে থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। সেই লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে বলে বিতর্কে জড়িয়েছিলেন কোচবিহারের বিজেপি নেত্রী। তাঁর সেই বক্তব্য তুলে প্রচার সভায় বিজেপিকে আক্রমণ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে মঙ্গলবার প্রচারে যান অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না।’ বিজেপি নেত্রীর সেই বক্তব্যের অডিয়ো বার্তা এদিনের মঞ্চে দর্শকদের শোনান অভিষেক।

এরপরেই দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে? আরে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। বিজেপি জিতলে তো! এখান থেকে তো তৃণমূলের প্রার্থী জিতবেন।’ তিনি জানান, পুরুলিয়া জেলায় আমরা গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৩টি আসনে জিতেছিলাম, বাকি ছয়টা আসনে আমরা হেরেছি। কিন্তু, বিজেপির জেতা আসনেও বিজেপিকে ভোট দেওয়া মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, অন্যদিকে, বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, বলে দাবি করেন তিনি।

Abhishek Banerjee Net Worth : নেই নিজস্ব বাড়ি-গাড়ি, রইল অভিষেকের সম্পত্তির খতিয়ান

অভিষেক জানান, এখানে বিজেপির প্রার্থী ভোট চাইতে এল তাঁর কাছে রিপোর্ট কার্ড চাইবেন। গত পাঁচ বছরে বিজেপির সাংসদ পুরুলিয়ার জন্য কী কাজ করেছেন, তার খতিয়ান দেওয়ার ব্যাপারেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেক বলেন, ‘ এই জেলায় মোট ৬ লাখ ৬৩ হাজার ১৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তিন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনার জ্যোতির্ময় সিংহ মাহাতোকে জিজ্ঞাসা করুন, কত টাকা খরচ করেছে!’

Abhishek Banerjee : ‘শুধু বাংলা নয়, সন্দেশখালিতে BJP-র দিল্লির নেতারাও জড়িত’, দাবি অভিষেকের
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোকে নিয়েও কটাক্ষ করেন অভিষেক। বিজেপি প্রার্থী বছরের ১০ মাস রাঁচিতে গিয়ে বসবাস করেন, লোকসভা কেন্দ্রের মানুষ তাঁকে দেখতে পান না বলে অভিযোগ করেন অভিষেক। এদিনের সভা থেকে তিনি তুলে ধরেন আদিবাদী সমাজের দাবি অনুযায়ী কুড়মি সমাজকে জনজাতিভুক্ত না করার জন্য। বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) করে আদিবাসীদের অধিকার কেড়ে নেবেন বলেও সতর্ক করেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *