হাওড়ার একটি সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গ নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, যত বেশি অসভ্যতা করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী, নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবেন। এঁরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে যাঁরা সিডিউল কাস্ট পরিবারের মহিলা তাঁদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না। অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকত।
সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব গায়ে লেগেছে। যে ফেক ভিডিয়ো ছাড়ার পরেও সন্দেশখালির মা বোনেরা শক্তিস্বরূপা, ওরা যে ভাবে প্রতিবাদ করেছে এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি জনশক্তি নেই তাই পুলিশকে ক্যাডারের মতো উঁচু করা হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালি ভিডিয়ো মিথ্যা মামলার উপরে হস্তক্ষেপ করেছে।
শুভেন্দু বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, আইনি লড়াই চলবে এবং আমরা যেভাবে সন্দেশখালিতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি, নরেন্দ্র মোদী যে ভাবে প্রত্যেকটা সভাতে সন্দেশখালির মা বোনেদেরকে সাপোর্ট দিয়েছেন তার পাশে আছে পুরো পশ্চিম বাংলার লোক। বিজেপি পরিবার, মোদী পরিবার সন্দেশখালির মা বোনেদের সঙ্গে আছে। এর পাশাপাশি তিনি উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী ও তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কৈলাস মিশ্রকে হুঁশিয়ারি দিয়ে গেলেন।