সোমবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ায় নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে। ওই এফআইআর খারিজের আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত সূত্রে খবর, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুকে অভিজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গত ৫ মে। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী শনিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ারও কথা ছিল। তবে তার আগেই এই মামলা ছাড়ার খবর সামনে এল। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি।