Mamata Banerjee : পুরোনো সাথী বিকাশকে মনে রেখে বার্তা মমতার – lok sabha election 2024 cm mamata banerjee remembers yuba trinamool president vikas bose at palta tmc meeting


অশীন বিশ্বাস, পলতা
সালটা ছিল ২০০০। আজ থেকে ২৪ বছর আগে পয়লা এপ্রিল গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তৎকালীন উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি বিকাশ বসুকে। তিনি বেঁচে না থাকলেও আজও যে তিনি প্রাসঙ্গিক তা সোমবার পলতা হেলথ সেন্টারের মাঠে দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে সভা করতে এসে স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাছে টেনে নিয়েছেন প্রয়াত বিকাশের স্ত্রী নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুকে।এ দিন হেলিকপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই মঞ্চে থাকা পার্থ ভৌমিক, ব্যারাকপুর লোকসভার সাত বিধায়ক, পুরপ্রধান ও দলের পদাধিকারীরা উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে নমস্কার করেন। সভার দর্শকাসন থেকে তখন দিদি দিদি চিৎকার। সে সময়ই মঞ্চের সামনের সারিতে থাকা মঞ্জু বসু এগিয়ে গিয়ে মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

মুখ্যমন্ত্রী তাঁর একসময়ের সহযোদ্ধা শহিদের স্ত্রীকে কাছে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরুই করেন শহিদ বিকাশের প্রসঙ্গ তুলে। বলেন, ‘নোয়াপাড়ায় আমার প্রথম আসা নয়। এখানে ফ্যান্টাস্টিক একজন ছেলে ছিল বিকাশ বসু। কিন্তু তাকে খুন হতে হয়। তখন সিপিএম আমল। সে দিনের সেই হত্যাকাণ্ড চাপা দিয়ে দেওয়া হয়। আমি নাম বলবো না। আপনারা অনুমান করে নিন কে খুন করেছিল বিকাশকে। সিপিএমের সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁচে গেছে। এখন আবার ভাজপার ওয়াশিং মেশিনে ঢুকেছে।’

নাম না করলেও পার্থ ভৌমিকের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের দিকেই যে মমতার অভিযোগের আঙুল ছিল তা স্পষ্ট। মুখ্যমন্ত্রী যখন মঞ্চে দাঁড়িয়ে বিকাশ হত্যার প্রসঙ্গ নিয়ে বক্তৃতা করছেন, তখন তাঁর দিকে ছলছল চোখে তাকিয়ে ছিলেন মঞ্জু। সভা শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর কাঁদো কাঁদো গলায় মঞ্জু বলেন, ‘আমার স্বামী এই জেলায় সন্ত্রাসের প্রথম বলি। সাত সকালে চায়ের দোকানের সামনে পরপর গুলি করে খুন করা হয়েছিল আমার স্বামীকে। আমার বিশ্বাস এবার আমি বিচার পাব।’

Mamata Banerjee : বিধায়কের থেকে বড় লিড চাইলেন মমতা

বিকাশ বসু খুনে অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল অর্জুনের নাম। তিনি গ্রেপ্তারও হন। যদিও কিছুদিনের মধ্যেই তিনি ছাড়া পান। গত পয়লা এপ্রিল বিকাশের মৃত্যু বার্ষিকীতে ইছাপুর স্টোর বাজারের কাছে যেখানে তিনি খুন হয়েছিলেন, সেখানে তাঁর মূর্তিতে মালা দিয়ে পার্থ ভৌমিক আওয়াজ তুলেছিলেন তিনি ব্যারাকপুর থেকে ভোটে জিতলে বিকাশ বসু খুনের পুনর্তদন্ত হবে।

ব্যারাকপুরের মানুষের কাছে মঞ্জুর আবেদন, ‘আমি চাই না আর কোনও মা কিংবা স্ত্রীর কোল খালি হোক। তাই গত কয়েক দশক জুড়ে ব্যারাকপুর জুড়ে চলা অরাজকতার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ ভোটারদেরই এগিয়ে আসতে হবে৷ আমার বিশ্বাস পার্থ ভৌমিকের হাত ধরেই ব্যারাকপুরে শান্তি ফিরবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *