Mrinal Sen Birth Anniversary : ‘ঘাড়ে এসে পড়ল মৃণাল দা-র হাত!’ অভিজ্ঞতার কথা জানালেন মমতা শংকর – actress mamata shankar talks about the experience of working with legendary director mrinal sen on his birth anniversary watch video


মৃণাল সেনের একাধিক ছবিতে অভিনয় করেছেন মমতা শংকর। কিংবদন্তি পরিচালকের জন্মবার্ষিকীতে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মমতা শংকর। এবারে মৃণাল সেন-এর জন্ম শতবর্ষ। আর তাই দর্শকেরা বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন খানিক অন্য প্রতীক্ষায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা পদাতিক ছবি মুক্তির অপেক্ষায় বহু ভক্ত। ছবির পোস্টার, অভিনেতার লুক দেখা গেলেও, ঝলক দেখবার অপেক্ষায় ছিলেন সকলেই। মৃণাল সেন-এর জন্মদিনেই প্রকাশ্যে এল প্রথম টিজার। যা দেখে রীতিমতো চমকে উঠতে হয় বলা চলে। সেখানে দেখা যাচ্ছে বাঙালিয়ানা ধুতি-পাঞ্জাবীতে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখে সকলের আগেই চক্ষু চড়কগাছ হয়েছিল। এবার একঝলক অভিনয় দেখেও বাহবা দিতেই হয়। সৃজিত ভক্তেরাও নতুন চমকের জন্য মুখিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *