তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা
হাওয়া অফিস আরও জানাচ্ছে, তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। সেক্ষেত্রে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহান্তে থাকতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আবহাওয়া দফতের পূর্বাভাস অনুয়ায়ি আগামী ৪ থেকে ৫ দিনে রাজ্যের সব জেলাতেই চড়বে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুই-ই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার উপরেও উঠতে পারে পারদ।
আগামী ১৮ মে পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলে থাকতে পারে শুষ্ক গরম। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা হলেও ঘর্মাক্ত পরিস্থিতির শিকার হতে পারে। তবে রাজ্যে কোথাও তাপপ্রবাহ বা সেই ধরনের পরিস্থিতি আশঙ্কা এই মুহূর্তে নেই বলেই জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যে অনেকটাই কমে গিয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল বুধবার কয়েকটি জেলার খুব অল্প পরিমাণে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টি।
উত্তরের পূর্বাভাস কী?
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বহাল থাকবে। বুধবারের পর শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি ছাড়া বাকি জায়গায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে রীতিমতো গরমে ফুটছিল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় তৈরি হয় তাপপ্রবাহের পরিস্থিতি। সেক্ষেত্রে চাতক পাখির বৃষ্টির অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। তবে গত সপ্তাহে পরপর কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই নেমে যায় তাপমাত্রা। তবে এবার ফের একবার তপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।